ক্ষুদ্র পরিসরের ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সরাসরি বার্তা আদান-প্রদানের মাধ্যমে কেনাকাটায় অর্থ পরিশোধের নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম। স্থানীয় সময় সোমবার (১৮ জুলাই) ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এই তথ্য জানায়।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, অ্যাপটির ব্যবহারকারী ব্যবসায়িক অ্যাকাউন্টে বার্তা পাঠিয়ে এবং প্রয়োজনে ওই বার্তায় পছন্দসই কাস্টমাইজেশন যোগ করে সরাসরি অর্ডার দিতে পারবেন। নতুন এই ফিচারের মাধ্যমে অর্ডার করা পণ্য ‘ট্র্যাকিং’ এবং চ্যাট বক্সে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন ব্যবহারকারী।
ইনস্টাগ্রামের এই নতুন ফিচার ব্যবহারকারীকে ‘মেটা পে’ পরিশোধ সেবার মাধ্যমে পণ্য কেনার সুযোগ দেবে বলে জানিয়েছে কোম্পানিটি।