গুগল ড্রাইভে ফাইল ও ডকুমেন্ট সহজে খুঁজে পেতে হোম পেজের নকশায় পরিবর্তন এসেছে। হোম পেজের সার্চ বার এখন আরও বড় আকারে থাকবে। প্ল্যাটফর্মটির ইন্টারফেসের এই পরিবর্তন ব্যবহারকারীকে প্রয়োজনীয় ফাইল দ্রুত ও সহজে খুঁজে পেতে সাহায্য করবে।
এর আগে সার্চ বারটি ড্রাইভের লোগোর পাশে হোম পেজটির একদম ওপরে দেখা যেত। এখন ‘ওয়েলকাম টু ড্রাইভ’ বাক্যের নিচেই সার্চ বারটি পাওয়া যাবে। ফলে এটি সহজেই চোখে পড়বে। তবে সার্চ বারের পরিবর্তন শুধু এই পেজেই দেখা যাবে। আর বাকি পেজে এই ফিচার আগের অবস্থানেই পাওয়া যাবে। এই সার্চ বারে আরও শক্তিশালী সার্চ চিপের ক্ষমতা যুক্ত করা হয়েছে।
সার্চ বারের নিচেই টাইপ, পিপল, মোডিফাইড ও লোকেশনের মতো বিভিন্ন ফিল্টার করা অপশন দেওয়া হয়েছে। ফলে ফাইল ও ডকুমেন্টস আরও দ্রুত ফিল্টার করা যাবে।
এই পেজ ডিফল্ট হিসেবে সেট করা হয়েছে। অর্থাৎ গুগল ড্রাইভ চালু করলেই প্রথমেই এই পেজ দেখা যাবে। তবে সেটিংস থেকে ড্রাইভের যে কোনো পেজকে ডিফল্ট হিসেবে সেট করা যাবে। ফলে ব্যবহারকারীদের হাতেই বিষয়টির নিয়ন্ত্রণ থাকবে।
ফিচারটি সম্পর্কে গুগল বলছে, গুগল ড্রাইভ হোম পেজে যুক্ত করেছে যা আপনাকে সবচেয়ে প্রয়োজনীয় ফাইলগুলো দ্রুত ও সহজে বের করতে সাহায্য করবে।
গত ফেব্রুয়ারিতে সকল অ্যাপে গুগল ড্রাইভের স্ক্যানার ব্যবহার করার সুবিধা নিয়ে এসেছে গুগল। ফলে অনিরাপদ থার্ড পার্টি স্ক্যান ব্যবহারের পরিবর্তে এই স্ক্যানার ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের তথ্যের গোপনীয়তা রক্ষা করতে পারবেন।
তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল