হোম > প্রযুক্তি

রোবট চাকরি খাবে- এই ভয়ে একজোট হলিউডের লেখকেরা

প্রযুক্তি ডেস্ক

যন্ত্র একসময় পৃথিবীর দখল নেবে- এমন সায়েন্স ফিকশন কয়েকবছর ধরে লিখে আসছেন হলিউডের লেখকরা। এখন তারা ভয়ে আছেন, রোবট তাঁদের চাকরি খাবে বলে। আর তাই সিনেমা ও টেলিভিশন প্রোগ্রামের স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে এআইয়ের ব্যবহারে বিধিনিষেধ আরোপের দাবিতে একজোট হয়েছেন হলিউডের টিভি ও সিনেমার লেখকদের সংগঠন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’।

বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় এমনিতেই চাপে রয়েছে হলিউডের স্টুডিওগুলো। তার ওপর স্ট্রিমিং সার্ভিসগুলোকে লাভজনক করার জন্য লড়তে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আপস করতে নারাজ তারা। লেখকদের দাবিকে নাকচ করে স্টুডিওগুলো বলছে, নতুন প্রযুক্তির বিষয়ে তারা বছরে একবারই পর্যালোচনা করবেন।

রয়টার্স বলছে, গত সোমবার ১৫ বছরে প্রথমবারের মতো হলিউডের সিনেমা ও টেলিভিশনের স্ক্রিপ্ট লেখকেরা ধর্মঘট করেন। ১১ হাজারেরও বেশি সিনেমা ও টেলিভিশন লেখক ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘটের কয়েকটা কারণের একটি— এআইয়ের ব্যবহার। তবে মূল কারণ, কম মজুরি প্রদান করা। তাঁরা জানিয়েছেন, তাঁদের আয়ের সঙ্গে স্ট্রিমিং যুগের আয় সামঞ্জস্যপূর্ণ নয়।

স্টুডিওগুলোর পক্ষে চুক্তি নিয়ে আলোচনা করা অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রযোজকদের একজন মুখপাত্র এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

চিত্রনাট্যকার জন অগাস্ট বলেছেন, ‘লেখকদের এআই নিয়ে দুটি উদ্বেগ রয়েছে। আমরা চাই না আমাদের লেখা স্ক্রিপ্ট এআইয়ের কাছে দেওয়া হোক, এবং আমরাও এআইয়ের লেখা অগোছালো প্রথম খসড়া ঠিক করতে চাই না।’

ইউনিভার্সিটির মোটাস ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা মাইক সেমুর বলেন, ‘সমস্যাটি হচ্ছে, আমরা ভেবেছিলাম সৃজনশীলতাই হলো মানুষের শেষ ঘাঁটি, যা মেশিনগুলোকে কারও চাকরি দখলে বিরত রাখবে। আমার যুক্তিতে এটি কেবল একধরনের স্বেচ্ছাচারী ধারণা, যা বেশির ভাগ মানুষই বিশ্বাস করে ফেলেছিল।’

এনবিসি’র নাটক ‘আইন ও শৃঙ্খলা: এসভিইউ’ এর নির্বাহী প্রযোজক হিসেবে  কাজ করা চিত্রনাট্যকার ওয়ারেন লেইট বলেন, ‘এআই যা করতে পারে তা হলো— একটি নোংরা কাজের অংশ তৈরি করা।’

তিনি জানান, প্রথম খসড়া তৈরির পরিবর্তে স্টুডিওগুলো দ্বিতীয় খসড়া তৈরির জন্য লেখক নিয়োগ দেয়, যার ফলে কম অর্থ পায় তাঁরা। এই চর্চাকে তাঁরা ছুড়ে ফেলতে চান। লেখকদের ইউনিয়ন জানিয়েছে,  চ্যাটজিপিটির মতো এআই সিস্টেম দ্বারা তৈরি লেখাকে সাহিত্য বা উৎস হিসেবে বিবেচনা করা যাবে না। এই শর্তাবলি তাদের চুক্তিতে সংজ্ঞায়িত রয়েছে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি