উইন্ডোজ ১১-এর নোটপ্যাড অ্যাপে স্পেলচেক ফিচার নিয়ে আসছে মাইক্রোসফট। এই ফিচারের মাধ্যমে ভুল বানান শনাক্ত করতে পারবে নোটপ্যাড। ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এ বছরের শেষ দিকে উইন্ডোজ ১১-এ ফিচারটি পাওয়া যাবে।
নোটপ্যাডের ফিচারটি মাইক্রোসফট ওয়ার্ড ও মাইক্রোসফট এজ ব্রাউজারের স্পেলচেকারের মতো কাজ করবে। ভুল শব্দগুলোর নিচে স্বয়ংক্রিয়ভাবে লাল দাগ দিয়ে চিহ্নিত করে দেবে এই ফিচার। ভুল সংশোধনের জন্য শব্দের ওপরে কম্পিউটার কার্সার নিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে। ফলে একটি ছোট মেনু চালু হবে, যেখানে সঠিক শব্দগুলো থাকবে। সেই মেনু থেকে প্রয়োজনীয় শব্দটি বাছাই করে নিতে হবে।
অটোকারেক্ট ফিচারও যুক্ত করছে মাইক্রোসফট। ফলে টাইপ করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভুল শব্দগুলো সংশোধন হয়ে যাবে। আলাদাভাবে একটি একটি করে শব্দ সংশোধন করতে হবে না।
নোটপ্যাডের স্পেলচেক একাধিক ভাষা সমর্থন করে। ফলে ডকুমেন্টের বিভিন্ন শব্দকে উপেক্ষা করে নিজস্ব শব্দ অভিধানে যুক্ত করা যাবে।
এক ব্লগ পোস্টে উইন্ডোজ ইনবক্স অ্যাপসের প্রধান প্রোডাক্ট ম্যানেজার ডেভ গ্রোচকি বলেন, কিছু ফাইল টাইপের জন্য ফিচারটি ডিফল্টভাবে পাওয়া যাবে। তবে লগ ফাইল ও কোডিংয়ের সঙ্গে সম্পর্কিত ফাইলগুলোয় ফিচারটি বন্ধ থাকবে। নোটপ্যাডের অ্যাপ সেটিংস থেকে সব ফাইলের জন্য বা সুনির্দিষ্ট ফাইলের জন্য ফিচারটি চালু বা বন্ধ করা যাবে। ফিচারটি সাময়িকভাবে চালু করার জন্য অ্যাপটির মেনুতে যেতে হবে।
উইন্ডোজ ১১-এর নোটপ্যাডে স্পেলচেক একটি বহুল প্রতীক্ষিত ফিচার। নোটপ্যাডে ওয়ার্ড কাউন্ট ফিচারও যুক্ত করবে বলে গত ডিসেম্বরে ঘোষণা দেয় মাইক্রোসফট। এর পরপরই কোম্পানিটি নতুন অটোসেভ অপশনটি যুক্ত করে। ফলে অ্যাপটি বন্ধ করার সময় বারবার সেভ করতে হবে না। এ ছাড়া ডার্ক মোড, ট্যাব, ভার্চুয়াল ফিজেট স্পিনার ফিচার ও কোপাইলটভিত্তিক এআই টুলও যুক্ত করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফট কোরাইটার নামের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার নোটপ্যাডে যুক্ত করবে এমন তথ্য গত জানুয়ারিতে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়। এর নির্দেশনার মাধ্যমে এআইভিত্তিক টেক্সট তৈরি ও এডিট করতে পারবে ব্যবহারকারীরা। মাইক্রোসফট ফিচার সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তাই ফিচারটি আসলেও উন্মোচন করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।