হোম > প্রযুক্তি

বন্ধুদের পোস্টে ছবি ও ভিডিও যুক্ত করার সুবিধা আনছে ইনস্টাগ্রাম 

বন্ধুদের ক্যারোসেল পোস্টে ছবি ও ভিডিও যুক্ত করার সুবিধা আনছে ইনস্টাগ্রাম। ক্যারোসেল পোস্ট হল ডান পাশে সোয়াইপ করে একাধিক ছবি দেখার সুবিধা। এখন এই ফিচারের মাধ্যমে অন্য ফলোয়ারও ক্যারোসেল পোস্টে ছবি বা ভিডিও যুক্ত করতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবদেনে এসব তথ্য জানায়।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, নতুন ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গ্রাহকেরা বন্ধুদের ক্যারোসেল পোস্টে ছবি ও ভিডিও যুক্ত করার জন্য এই ফিচারের মাধ্যমে আহ্বান জানাতে পারবে। তবে কবে নাগাদ এই ফিচার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে তা স্পষ্ট নয়।

থ্রেড প্ল্যাটফর্মের এক পোস্টে মোসেরি আরও বলেন, ক্যারোসেল পোস্ট করার আগে ফলোয়ারদের ছবি বা ভিডিও যুক্ত করার অপশনটি চালু করা যাবে। পোস্টের সঙ্গে মোসেরি একটি ছবিও পোস্ট করেন। ছবিতে দেখা যায়, ক্যারাসোল পোস্টের বাম পাশের কোনায় একটি ‘অ্যাড টু পোস্ট’ বাটন রয়েছে। এই বাটনটি ফলোয়াররা ট্যাপ করে নতুন ছবি ও ভিডিও যুক্ত করতে পারবে। 

এছাড়া ক্যারাসলের বাম পাশের লাস্ট স্লাইডে গেলে ‘অ্যাড টু পোস্ট’ অপশন দেখা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজস্ব পোস্টে আরও ছবি বা ভিডিও যুক্ত করতে পারবে।

ফিচারটি চালু থাকলেই কেবল ফ্রেন্ডের পোস্টে মিডিয়া যুক্ত করা যাবে। তা ছাড়া প্রধান পোস্টকারী অনুমোদনের পর এই নতুন ছবি বা ভিডিওগুলো ওই পোস্টে যুক্ত হবে।

ভেরিফায়েড ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম আলাদা ফিড নিয়ে আসার পরিকল্পনাও করছে বলে গত সপ্তাহে মোসেরি ঘোষণা দেন। বিজ্ঞাপন, রিল এবং অন্যান্য পোস্ট যুক্ত ডিফল্ট ইনস্টাগ্রাম ফিড ছাড়াও ফলোয়ার ফিডে সুইচ করার সুবিধা রয়েছে ইনস্টাগ্রামে। এ ছাড়া একটি ফেভারিট ফিড রয়েছে যেখানে ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী চিহ্নিত করা পোস্টগুলি দেখতে পারে।

এ মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নে ১৩ ইউরো পর্যন্ত সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করার পরিকল্পনার নেয় মেটা। এতে সাবস্ক্রাইব করলে গ্রাহকেরা মোবাইলে বিজ্ঞাপন মুক্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম দেখতে পারবে।

প্রাইভেসি (গোপনীয়তা), নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যে এর প্রভাব নিয়ে সম্প্রতি ইনস্টাগ্রাম অনেক সমালোচনার মুখোমুখি হয়েছে। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ৩৩টি অঙ্গরাজ্যের ফেডারেল আদালত শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির জন্য মেটা ওপর মামলা দায়ের করে। আসক্তি সৃষ্টিকারী ফিচার ব্যবহার করে কোম্পানিটি ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে বলে অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় শিশুদের হতাশা, উদ্বেগ, ইনসমনিয়া, শিক্ষা ও দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাবের জন্য মেটাকে অভিযুক্ত করা হয়।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি