হোম > প্রযুক্তি

অ্যাপলের নতুন কম্পিউটার চিপ উন্মোচন

নিজেদের তৈরি নতুন চিপ দিয়ে  নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপের যাত্রা শুরু করল অ্যাপল।  চিপগুলো হলো ‘এম ১ প্রো’ এবং ‘এম ১ ম্যাক্স’। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি মডেলের দুটি ম্যাকবুক প্রো’তে সংযুক্ত হয়েছে এম ১ প্রো এবং এম ১ ম্যাক্স নামে তাদের নিজস্ব কাস্টম বিল্ট-ইন-প্রসেসর। 

অ্যাপল দাবি করছে, তাদের চিপ দুটির পারফরম্যান্স ৮ কোর পিসি চিপসের তুলনায় ১.৭ গুণ বেশি এবং তা চলবে ৭০ শতাংশ কম বিদ্যুতে। 

অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, এম ১ ম্যাক্সের ট্রানজিস্টরের সংখ্যা ৫৭ বিলিয়ন এবং তা মূল এম১-এর তুলনায় সাড়ে তিনগুণ। এটি এখন পর্যন্ত তাদের নির্মিত সবচেয়ে শক্তিশালী চিপ। 

 নিজেদের তৈরি সিলিকন চালিত প্রথম ম্যাক কম্পিউটার আনার প্রায় এক বছর পর নতুন চিপ আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি এমন এক সময় নতুন চিপের ঘোষণা দিল, যখন বিশ্বব্যাপী কম্পিউটার চিপের অপ্রতুলতার জন্য নিজেদের আইফোন ১৩ উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়েছে অ্যাপল। 

তবে অ্যাপলের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। বহু বছর ধরে অ্যাপল ইন্টেলের ডিজাইন করা চিপ ব্যবহার করেছে। তবে অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ ডিজাইন করার পদক্ষেপটি ফার্মের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

বিশ্বের অন্যতম মোবাইল ও ওয়্যারলেস বাজার বিশ্লেষক সংস্থা সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড বলেছেন, ‘নিজস্ব সিলিকন ডিজাইন করার পদক্ষেপটি অ্যাপলের জন্য বেশ ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।’ 
 
অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) গ্রেগ জোসভিয়াক বলেন, নতুন ম্যাকবুক চালু করতে পেরে আমার আনন্দিত। এর পারফরম্যান্স অসাধারণ।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব