রাশিয়ার আক্রমণে ব্যাহত ইউক্রেনের ইন্টারনেট সংযোগ। বিশেষ করে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রায় ভেঙে পড়েছে ইন্টারনেট ব্যবস্থা। আজ শনিবার ইন্টারনেট ব্লকেজ অবজারভেটরি নেটব্লকসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার রাশিয়ার বাহিনী দক্ষিণ-পূর্ব ইউক্রেনের মেলিতোপোল শহর দখল করে। তা ছাড়াও কিয়েভ সহ বেশ কয়েকটি শহরে সমন্বিত মিসাইল এবং আর্টিলারি হামলা শুরু করা হয়েছে।
নেটব্লকসের পরিচালক আল্প টোকার রয়টার্সকে জানিয়েছেন, ইউক্রেনে ইন্টারনেটের এখনো কোন ব্ল্যাকআউট না হলেও পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। এতে ইউক্রেনের টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ব্যাহত হতে পারে। এ ছাড়াও বেসামরিক প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো বিপর্যস্ত অবস্থায় পড়বে। ফলে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে জনসাধারণের।
এদিকে, ইউক্রেনীয় সাইবার কর্মকর্তারা একটি কথিত বেলারুশিয়ান সাইবার গুপ্তচরবৃত্তির অভিযান সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। তাঁরা বলেছেন, ইউক্রেনের সেনা সদস্যদের ব্যক্তিগত ইমেইল বেলারুশের হ্যাকারদের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। যার মাধ্যমে ইউক্রেনীয় সেনাদের ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা চালানো হচ্ছে।