মানুষের উপকারের জন্যই প্রযুক্তি ব্যবহার করার কথা। কিন্তু কখনো কখনো এর নেতিবাচক ব্যবহার হতে পারে ভয়ংকর। বর্তমান সময়ে এমন এক প্রযুক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। নতুন এই প্রযুক্তির নেতিবাচক ব্যবহার আমাদের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে ব্যাপক ক্ষতি করতে পারে। এটি বিভ্রান্তি, বিদ্বেষ, সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক হানাহানির কারণও হতে পারে।
আধুনিক প্রযুক্তির এক ভয়ংকর অবদান ডিপফেক বিষয়ে প্রযুক্তিবিশ্ব জানলেও সম্প্রতি ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে স্ক্যামাররা নতুন প্রতারণা শুরু করেছে। এখন তারা এআই ব্যবহার করে প্রিয়জন বা বিশ্বস্ত ব্যক্তির গলার স্বর নকল করে চুরি করছে টাকা কিংবা ব্যক্তিগত তথ্য। তবে চিন্তার কিছু নেই, এই স্ক্যাম থেকে সুরক্ষিত থাকার রয়েছে একাধিক উপায়।