ফিচার ডেস্ক
এবার যন্ত্রচালিত কর্মী নিয়োগ দিতে যাচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ফায়ারক্রল। এই কর্মীরা মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত সফটওয়্যার বা যন্ত্র সহকারী। এরা নিজেরা কাজ করতে পারে। এই যন্ত্রকর্মীরা ব্লগ লেখক, গ্রাহক সহকারী এবং উন্নয়ন সহকারী হিসেবে কাজ করবে।
প্রতিটি পদের জন্য মাসিক পাঁচ হাজার ডলার সমপরিমাণ সম্মানী নির্ধারণ করা হয়েছে। তবে এই যন্ত্রকর্মীরা নিজেরা আবেদন করছে না। মানুষেরাই এসব কৃত্রিম সহকারী তৈরি করছে এবং তাদের হয়ে চাকরির জন্য আবেদন করছে। ফায়ারক্রল এই মানুষদেরও নিয়োগ দিতে চায়, যারা এসব যন্ত্র সহকারী তৈরি ও পরিচালনা করতে পারে।
সূত্র: টেকক্রাঞ্চ