হোম > প্রযুক্তি

ফটোশপের মতো এআই এডিটিং টুল পাচ্ছে মাইক্রোসফট পেইন্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক এডিটিং টুল পাচ্ছে মাইক্রোসফট পেইন্ট অ্যাপ। নতুন ফিচারগুলোর মধ্যে ‘জেনারেটিভ ফিল’ এবং ‘জেনারেটিভ ইরেজ’ অন্তর্ভুক্ত রয়েছে—যা সম্ভবত অ্যাডোবি ফটোশপের এআই টুলগুলোর মতো কাজ করবে। অর্থাৎ এগুলো এআই মেশিন লার্নিং ব্যবহার করে ছবি বা গ্রাফিকসের মধ্যে কোনো বস্তু যোগ বা মুছে ফেলতে সাহায্য করে। 

মাইক্রোসফটের পেইন্টের ফিচার দুটি শুধু কোপাইলট প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারবেন। ছবি এডিট করার জন্য দুটি টুলই অ্যাপটির ব্রাশ ফিচারের মাধ্যমে ব্যবহার করা যাবে। ছবি এডিট করার জন্য নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত জায়গায় ব্রাশটি নিয়ে আসতে হবে। 

জেনারেটিভ ইরেজ ছবির অপ্রয়োজনীয়, যেমন ব্যাকগ্রাউন্ডের অযথা বস্তু বা অন্যান্য অবস্থা মুছে ফেলবে। এটি গুগলের পিক্সেল ফোনে থাকা ম্যাজিক ইরেজার ফিচারের মতো কাজ করে। অর্থাৎ, ছবির কোনো নির্দিষ্ট অংশে ব্রাশ দিয়ে মুছে ফেললে এআই সেই জায়গাটি এমনভাবে পূর্ণ করে দেবে যেন ছবির বাকি অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। 

জেনারেটিভ ফিল ব্যবহারকারীদের এআই দিয়ে নতুন উপাদান ছবিতে যোগ করতে দেয়। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে ব্যবহারকারী এআইকে নির্দেশ দিতে পারেন কী ধরনের নতুন উপাদান তারা ছবিতে যোগ করতে চান এবং উপাদানটি কোথায় তা রাখতে চান। এটি ফটোশপের টুলের মতো, যেখানে টেক্সটের মাধ্যমে ছবির বিভিন্ন অংশে নতুন উপাদান যোগ করতে পারেন। 

ফিচারগুলো কোপাইলট প্লাসের জন্য পূর্বে ঘোষিত ‘কোক্রিয়েটর’ টুলের ওপর ভিত্তি করে তৈরি। টেক্সট প্রম্পট এবং রেফারেন্স স্কেচ ব্যবহার করে ছবি তৈরি করে কোক্রিয়েটর। 

মাইক্রোসফট বলছে, ফিচারগুলোকে চালানোর জন্য ব্যবহৃত ‘ডিফিউশন-বেসড’ মডেলের আপডেট করা হয়েছে। ফলে টুলগুলোর মান ও গতি উন্নত হয়েছে। নতুন আপডেটে ‘বিল্ট-ইন মডারেশন’ ফিচারও যুক্ত করা হয়েছে, যা টুলটির অপব্যবহার প্রতিরোধে সাহায্য করবে। 

মাইক্রোসফটের ফটোজ অ্যাপও জেনারেটিভ ইরেজ টুল যুক্ত হচ্ছে। পাশাপাশি একটি নতুন সুপার রেজল্যুশনও ফিচার যুক্ত হবে। এটি ডিভাইসের অভ্যন্তরীণ এআই ব্যবহার করে ঝাপসা বা পিক্সেলেটেড ছবি গুলোকে স্পষ্ট করতে সাহায্য করবে। ব্যবহারকারীরা ছবির মূল রেজল্যুশন আট গুণ পর্যন্ত বাড়াতে পারবেন। সেই সঙ্গে একটি স্লাইডার ব্যবহার করে ছবির রেজল্যুশন নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। ফিচারটি ক্যানভার ইমেজ আপস্কেলারের মতোই কাজ করবে। তবে এটি অ্যাডোবি লাইটরুম অ্যাপের ৪ এক্স সুপার রেজল্যুশনের থেকেও বেশি ক্ষমতাশালী। 

তথ্যসূত্র: দ্য ভার্জ

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও