হোম > প্রযুক্তি

ভাসমান জাহাজের শহর

ফিচার ডেস্ক

পানির ওপর ভেসে চলা কচ্ছপটির নাম প্যানজিওস। না, এটি কোনো জীবন্ত কচ্ছপ নয়। প্যানজিওস হলো বিশাল সমুদ্রে ভাসমান একটি জাহাজের ওপর গড়ে ওঠা শহর, যা দেখতে কচ্ছপের মতো। সেখানে থাকবে হোটেল, শপিং সেন্টার, পার্কসহ একটি শহরের সব সুবিধা।

তবে কথা হলো, এখনো এটি পরিকল্পনার মধ্যেই আছে। কিন্তু ‘যদি’ প্যানজিওস সত্যিই নির্মিত হয়, তাহলে এটি হবে এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম সামুদ্রিক জাহাজ।

সৌদি আরবকে এই উচ্চাভিলাষী প্রকল্পের প্রস্তাব করেছে লাজারিনি ডিজাইন স্টুডিও। রোমভিত্তিক এই প্রতিষ্ঠান থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটির ডিজাইন এবং ধারণাগুলো চিত্রায়িত করেছে। লাজারিনি দাবি করেছে, প্যানজিওস ৬০ হাজার অতিথি, অনির্দিষ্টসংখ্যক ক্রু এবং কর্মীর থাকার ব্যবস্থা করতে সক্ষম  হবে। এর প্রতিটি ডানায় ১৯টি ভিলা এবং ৬৯টি অ্যাপার্টমেন্টের জন্য জায়গা থাকবে। ছাদের শেলে ৭২টি টেরেস পাওয়া যাবে। এর দৈর্ঘ্য-প্রস্থ এতটাই বড় হবে যে প্যানজিওসে আসা অতিথিদের সাগরের অন্যান্য জায়গায় ঘুরে দেখানোর জন্য আলাদা জাহাজ বা বিমান ব্যবহার করার সুযোগ থাকবে। অন্যান্য নৌযানের জন্য এখানে একটি বন্দর তৈরি করা হবে।

এই প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৮ বিলিয়ন ডলার। পুরো প্রকল্পটি শেষ হতে সময় লাগবে ৮ বছর। এর প্রস্তাবিত দৈর্ঘ্য ৫৫০ মিটার ও প্রস্থ ৬১০ মিটার।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব