হোম > প্রযুক্তি

ভাসমান জাহাজের শহর

ফিচার ডেস্ক

পানির ওপর ভেসে চলা কচ্ছপটির নাম প্যানজিওস। না, এটি কোনো জীবন্ত কচ্ছপ নয়। প্যানজিওস হলো বিশাল সমুদ্রে ভাসমান একটি জাহাজের ওপর গড়ে ওঠা শহর, যা দেখতে কচ্ছপের মতো। সেখানে থাকবে হোটেল, শপিং সেন্টার, পার্কসহ একটি শহরের সব সুবিধা।

তবে কথা হলো, এখনো এটি পরিকল্পনার মধ্যেই আছে। কিন্তু ‘যদি’ প্যানজিওস সত্যিই নির্মিত হয়, তাহলে এটি হবে এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম সামুদ্রিক জাহাজ।

সৌদি আরবকে এই উচ্চাভিলাষী প্রকল্পের প্রস্তাব করেছে লাজারিনি ডিজাইন স্টুডিও। রোমভিত্তিক এই প্রতিষ্ঠান থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটির ডিজাইন এবং ধারণাগুলো চিত্রায়িত করেছে। লাজারিনি দাবি করেছে, প্যানজিওস ৬০ হাজার অতিথি, অনির্দিষ্টসংখ্যক ক্রু এবং কর্মীর থাকার ব্যবস্থা করতে সক্ষম  হবে। এর প্রতিটি ডানায় ১৯টি ভিলা এবং ৬৯টি অ্যাপার্টমেন্টের জন্য জায়গা থাকবে। ছাদের শেলে ৭২টি টেরেস পাওয়া যাবে। এর দৈর্ঘ্য-প্রস্থ এতটাই বড় হবে যে প্যানজিওসে আসা অতিথিদের সাগরের অন্যান্য জায়গায় ঘুরে দেখানোর জন্য আলাদা জাহাজ বা বিমান ব্যবহার করার সুযোগ থাকবে। অন্যান্য নৌযানের জন্য এখানে একটি বন্দর তৈরি করা হবে।

এই প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৮ বিলিয়ন ডলার। পুরো প্রকল্পটি শেষ হতে সময় লাগবে ৮ বছর। এর প্রস্তাবিত দৈর্ঘ্য ৫৫০ মিটার ও প্রস্থ ৬১০ মিটার।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি