হোম > প্রযুক্তি

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে গুজবের ছড়াছড়ি, মাস্ককে সতর্ক করল ইইউ

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের ছড়াছড়ি চলছে। এর মধ্যে ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মে এই যুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি ভুয়া খবর প্রচারিত হচ্ছে। এ কারণে ইলন মাস্ককে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন।

গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশ্রস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ভেতরে হামলা চালানোর পর সংঘাতের বিষয়ে এক্স প্ল্যাটফর্মে ভুয়া ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্যের বন্যা বয়ে যাচ্ছে।

এমন এক পোস্টের তথ্য তুলে ধরা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। তাতে দেখা যায়, মাস্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন ইয়ান মাইলস চেং নামে এমন এক কট্টর ডানপন্থী মন্তব্যকারী একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি নাগরিকদের হত্যা করছে।

সেখানে লেখা হয়, ‘কল্পনা করুন, এমনটা যদি আমাদের প্রতিবেশীদের মধ্যে বা আমাদের পরিবারের সঙ্গে ঘটত!’ পরে এক্স এক কমুনিটি নোটে জানায়, এই ছবির ব্যক্তিরা হামাস নয়, ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

কিন্তু এই ভিডিও এখনো সরিয়ে নেওয়া হয়নি। এক্সে লাখ লাখ ব্যবহারকারী তাতে অংশ নিচ্ছেন এবং এই ক্লিপ আরো শত শত এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে, যাদের অনেকেই ভেরিফায়েড।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সতর্ক করে দেওয়ার পরেও এক্স প্ল্যাটফর্ম থেকে ‘হিংসাত্মক ও সন্ত্রাসী বিষয়বস্তু’ তুলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ইইউ। তবে মাস্ক অভিযোগ অস্বীকার করে বলেন, কোম্পানি এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে। নতুন করে হামাসকে জড়িয়ে প্রচারণা চালানো অ্যাকাউন্ট সরানো হয়েছে।

ইইউকে আইন লঙ্ঘনের অভিযোগগুলোর তালিকা করতে বলেছেন মাস্ক। ইউরোপীয় ইউনিয়নের ইন্টারনাল কমিশনার থিয়েরি ব্রেটন ইলন মাস্ককে আইন লঙ্ঘনের অভিযোগে চিঠি দেন। তবে তিনি বিস্তারিত তথ্য দেননি।

তিনি বলেন, এই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া, কারসাজি করা ছবি ও তথ্য’ ব্যাপক অভিযোগ মিলেছে। এ বিষয়ে ইলন মাস্কের পদক্ষেপ কার্যকর কি না, তার তদন্ত হচ্ছে। চিঠিটি তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলার কয়েক দিন পর এই চিঠি আসে। এতে ইসরায়েলের কয়েক শ বাসিন্দা নিহত হন। কয়েক ডজনকে জিম্মি করে হামাস। প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনী গাঁজায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

এই চিঠির প্রতিক্রিয়ায় মাস্ক বলেন, ‘এক্সের নীতি হলো সবকিছু উন্মুক্ত ও স্বচ্ছ হবে, যা ইইউও সমর্থন করে।’

ব্রেটেনের উদ্দেশে তিনি বলেন, এক্সের বিরুদ্ধে যেসব আইন লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে, তার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে পারে ইইউ।

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ