হোম > প্রযুক্তি

দারাজ মল ফেস্টিভ্যালে ভিশনের ইলেকট্রনিকস পণ্যে বিশেষ ছাড়

প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশে আলীবাবা গ্রুপের ই–কমার্স প্রতিষ্ঠান 'দারাজ'এ শুরু হয়েছে 'দারাজ মল ফেস্টিভ্যাল'। এই আয়োজনে ক্রেতারা ভিশন ইলেকট্রনিকসের পণ্য কিনতে পারবেন বিশেষ ছাড়ে। ভিশন ইলেকট্রনিকসের বিভিন্ন পণ্যের ক্ষেত্রে এই ফেস্টিভ্যালে ক্রেতারা পাচ্ছেন শতকরা ২৫ ভাগ পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে শতকরা ০ ভাগ ইএমআই সুবিধা। এই ফেস্টিভ্যাল চলবে ১৪ আগস্ট, ২০২১ পর্যন্ত। 

দারাজের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের লক্ষ্য ক্রেতাদের ডিজিটাল পণ্য চাহিদার প্রধান সঙ্গী হওয়া। তাই ডিজিটাল বা ইলেকট্রনিকস সংশ্লিষ্ট সকল পণ্যই আমরা ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এ জন্য প্রতিনিয়তই আন্তর্জাতিক ও স্থানীয় সকল ব্র্যান্ডের সঙ্গেই আমরা আমাদের অংশীদারত্ব বিস্তৃত করছি। এরই অংশ হিসেবে আমরা ভিশন ব্র্যান্ডকে সঙ্গে নিয়ে গ্রাহক সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছি। 

ভিশন ইলেকট্রনিকসের পক্ষ থেকে বলা হয়, ভিশনের ৪কে অ্যান্ড্রয়েড টিভিসহ অসাধারণ সব ইলেকট্রনিকস পণ্য গ্রাহকদের কাছে সহজে পৌঁছে দেবে দারাজ। দারাজ বাংলাদেশের ই–কমার্স সাইট থেকে ক্রয় করলে ক্রেতারা পাচ্ছেন নানারকম ছাড় এবং উপহার। মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য ভিশন ব্র্যান্ড নানারকম ইলেকট্রনিকস পণ্য নিয়ে উপস্থিত হয়েছে। ভিশনের এসি, স্মার্ট টিভি, ওভেন, রেফ্রিজারেটরসহ নানারকম হোম অ্যাপ্লায়েন্স পণ্য রয়েছে। 

প্রসঙ্গত, দারাজ ২০১২ সালে প্রতিষ্ঠিত একটি ই–কমার্স প্ল্যাটফর্ম। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় দারাজ তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে ২০১৪ সালে দারাজ কার্যক্রম শুরু করে। ২০১৮ সালে চীনা প্রতিষ্ঠান আলীবাবা গ্রুপ দারাজকে অধিগ্রহণ করে। অপরদিকে ভিশন হচ্ছে প্রাণ–আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠান। 

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও