হোম > প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন এক-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক ব্রিটিশ 

যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক নাগরিকদের এক-চতুর্থাংশেরও বেশি মানুষ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করেছেন। এ ছাড়া দেশটির ৪০ লাখ মানুষ প্রতিনিয়ত কোনো না কোনো কাজে এটি ব্যবহার করেছেন। পরিসংখ্যান প্রতিষ্ঠান ডেলয়েটের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। 

ডেলয়েট ৪ হাজার ১৫০ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এ জরিপ পরিচালনা করেছে। সেখানে তারা দেখেছেন, অর্ধেকের বেশি মানুষ জেনারেটিভ এআই সম্পর্কে জানেন এবং প্রায় ৪০ লাখ মানুষ তাদের কাজে এই এআই ব্যবহার করছেন। 

জরিপের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত নভেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে মানুষের কল্পনাকে অনেকটাই নিয়ন্ত্রণ করছে জেনারেটিভ এআই (ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের ডেটা তৈরি করতে সক্ষম এমন টুল)। এআই সিস্টেমের সর্বশেষ প্রজন্মের এ টুলসের ব্যবহার আমাজনের অ্যালেক্সার মতো ভয়েস-কমান্ড স্পিকারকে ছাড়িয়ে গেছে। 

ডেলয়েটের জরিপ বলছে, যুক্তরাজ্যের ১৬ থেকে ৭৫ বছর বয়সী মানুষের ২৬ শতাংশ বা ১ কোটি ৩০ লাখ মানুষ জেনারেটিভ এআই টুল ব্যবহার করেছেন। তাঁদের প্রতি ১০ জনের একজন দৈনিক অন্তত একবার এসব টুল ব্যবহার করছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর নিবন্ধ, প্রবন্ধ, কৌতুক, কবিতা ও চাকরির আবেদন তৈরি করাসহ মানুষের মতো প্রতিক্রিয়া করার ক্ষমতা থাকায় চ্যাটজিপিটি একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে। বড় বড় কোম্পানিগুলোর চোখও এখন এদিকেই। চ্যাটজিপিটির মতো একই সিস্টেমে মাইক্রোসফটের বিং চ্যাট বট এবং গুগলের বার্ড চ্যাট বট রয়েছে। চলতি সপ্তাহে মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক ক্লাউড-২ নামে একটি একই রকম এআই টুল বাজারে এনেছে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব