হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রাম আর্কাইভের স্টোরি যেভাবে দেখবেন ও শেয়ার করবেন

ইনস্টাগ্রামে স্টোরি কোনো কিছু পোস্ট করলে তা ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যায়। এরপর মেইন ফিড থেকে স্টোরিটি মুছে যায়। তবে স্টোরিটি একেবারে ইনস্টাগ্রাম থেকে হারিয়ে যায় না। এটি ইনস্টাগ্রামের আর্কাইভে সেভ হয়ে থাকে। আর্কাইভ থেকে স্টোরিটি দেখা যায় ও পুনরায় শেয়ারও করা যায়। 

স্টোরি আর্কাইভ যেভাবে দেখবেন 
১. ইনস্টাগ্রামের প্রোফাইল পেজে প্রবেশ করুন। 
২. স্ক্রিনের ওপরের ডান দিকে তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। 
৩. নিচের দিকে স্ক্রল করে আর্কাইভ অপশনটি নির্বাচন করুন। 
৪. আর্কাইভ থেকে ইনস্টাগ্রাম পোস্ট, লাইভ ও স্টোরির আর্কাইভ দেখা যাবে। 
৫. স্টোরি আর্কাইভ অপশনে ট্যাপ করুন। 

 স্টোরি পুনরায় শেয়ার করবেন যেভাবে 
১. আর্কাইভ অপশন থেকে যে কোনো একটি স্টোরিতে ট্যাপ করুন। 
২. আর্কাইভ স্টোরির নিচের দিকে কিছু অপশন দেখা যাবে। এসব অপশন থেকে শেয়ার বাটনটিতে ট্যাপ করুন। 
৩. এরপর শেয়ার নতুন পেজ দেখা যাবে। এই পেজের নিচের দিকে ‘ইউওর স্টোরি’ অপশনটি নির্বাচন করুন। স্টোরিটি শুধু কাছের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারবেন। এ জন্য ‘ক্লোজড ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন। এ ছাড়া স্টোরি শেয়ার করার পর হাইলাইট অপশনে ট্যাপ করে স্টোরিটিকে হাইলাইটও করতে পারবেন। 

ব্যবহারকারীর সব স্টোরিই স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ করে ইনস্টাগ্রাম। তবে ফিচারটি সেটিংস থেকে বন্ধও করা যাবে। স্টোরি আর্কাইভ বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
 ১. স্টোরি আর্কাইভ পেজ থেকে ডান দিকে ওপরে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। 
২. ট্যাপের ফলে একটি মেনু দেখা যাবে। মেনু থেকে সেটিংস অপশনটিতে ট্যাপ করুন। 
৩. ‘সেভ টু আর্কাইভ’ অপশনের পাশে আর্কাইভ বাটনটি বন্ধ করে দিন।

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট