ব্যবহারকারীদের ধরে রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিশেষ পরিকল্পনা করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এর আওতায় আব্রাহাম লিংকনসহ নানা ব্যক্তির রূপে তৈরি চ্যাটবট ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথন চালাবে। আগামী সেপ্টেম্বরেই পরিকল্পনা বাস্তবায়ন হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনানসিয়াল টাইমসের প্রতিবেদনকে উদ্ধৃত করে রয়টার্স এই তথ্য জানিয়েছে। প্রতিটি সামাজিক যোগাযোগ প্লাটফর্মে মেটার চ্যাটবট ব্যবহারকারীদের সঙ্গে ভিন্ন ভিন্ন মানুষের রূপে কথা বলবে।
প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার মেলনো পার্কভিত্তিক কোম্পানি মেটা এমন চ্যাটবট তৈরির চেষ্টা করছে, যার একটি আব্রাহাম লিংকনের কণ্ঠ নকল করবে এবং আরেকটি সার্ফারের রূপে ভ্রমণ বিষয়ে পরামর্শ দেবে। এই চ্যাটবট গ্রাহকদের নতুন সার্চ ফাংশনসহ নানা বিষয়ে সুপারিশ করবে।
টেক্সটভিত্তিক মেটার নতুন অ্যাপ থ্রেড বাজারে আসার কয়েক সপ্তাহের মধ্যে অর্ধেক ব্যবহারকারী হারানোর প্রেক্ষাপটে প্রতিবেদনটি প্রকাশ হলো। তবে এই চ্যাটবট নিয়ে জানতে মেটার কাছ থেকে কোম্পানি থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বিজ্ঞাপনী আয় থেকে মেটার বেশ লাভ হয়েছে। এই আয় সামনের তিন মাসে বাজারের প্রত্যাশা চেয়ে বেশি মুনাফার আভাস দিচ্ছে।
২০২২ সাল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌরাত্ম্য ও ব্যয় সংকোচনের জন্য গত বসন্তে ২১ হাজার কর্মীকে মেটা ছাঁটাই করে মেটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত জুলাইতে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল লামা ২ বাণিজ্যিক ব্যবহারের জন্য বাজারে ছাড়ে মেটা। মাইক্রোসফট আজুর ক্লাউড সার্ভিসের মাধ্যমে এটি বিতরণ করা হবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মডেলটি ব্যবহার করা যাবে। সব ডেভেলপার বিনামূল্যে পাবেন।
যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ নিউজ বলছে, গুগল বার্ডস ও চ্যাটজিপিটির মত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অ্যাপলও কাজ করছে। এই মডেলের নাম দিয়েছে ‘অ্যাজাক্স’। অ্যাপল নিজস্ব একটি চ্যাটবট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, যাকে অ্যাপলচ্যাট বলা হচ্ছে।