হোম > জীবনধারা > নো হাউ

মেসেঞ্জারে কাকে মেসেজ করার অনুমতি দেবেন, নিয়ন্ত্রণ করুন নিজেই

আজকের পত্রিকা ডেস্ক­

স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন। ছবি: গিকি গ্যাজেটস

ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা ক্রমেই জটিল হয়ে উঠছে। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে প্রায় প্রতিদিনই অসংখ্য পরিচিত-অপরিচিত মানুষের মেসেজ আসে। তবে আপনি চাইলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন—কে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, আর কার মেসেজ সরাসরি ইনবক্সে না এসে মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে যাবে বা একেবারেই আসবে না।

মেসেঞ্জারে বার্তাগুলো আসা নিয়ন্ত্রণের জন্য সেটিংসের কিছু অপশন নির্বাচন করতে হবে। অপশনগুলো খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন।

২. এবার নিচের ডান দিকে থাকা ‘মেনু’ বাটনে ট্যাপ করুন।

৩. এখন ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।

৪. এবার স্ক্রল করে ‘প্রাইভেসি অ্যান্ড সেফটি’ অপশন নির্বাচন করুন।

৫. এবার ‘হু ক্যান রিচ ইউ’ সেকশনের নিচে থাকা ‘মেসেজ ডেলিভারি’ অপশনে ট্যাপ করুন।

৬. এখানে তিনটি অপশন দেখা যাবে—

ফ্রেন্ডস অব ফ্রেন্ডস—এই অপশন থেকে শুধু ফেসবুক বন্ধুদের মেসেজ পাঠানোর অনুমতি দিতে পারেন। এতে অপরিচিতদের মেসেজ আসবে না। এ ছাড়া মেসেজগুলো চ্যাটে সরাসরি আসবে কি না মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে আসবে, তা নির্বাচন করতে পারবে। এ ছাড়া ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে মিউচুয়াল বন্ধুরাও মেসেজ পাঠাতে পারবেন না।

পিপল অন ইউওর ফেসবুক গ্রুপস—ফেসবুক বন্ধুতালিকা না থাকলেও আপনি যে ফেসবুক গ্রুপগুলোর সদস্য, সেই গ্রুপের অন্য সদস্যরা আপনাকে মেসেজ পাঠাতে পারেন। তাই এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন না। তবে ‘চ্যাটস’ অপশন নির্বাচিত থাকলে বিভিন্ন গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন। আর মেসেজগুলো ‘মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে’ জমা করতে চাইলে ‘মেসেজ রিকোয়েস্ট অপশনে ট্যাপ করুন।

আদার্স অন মেসেঞ্জার: এদিকে আদার্স অন মেসেঞ্জার বলতে বোঝানো হয় এমন ব্যক্তিদের, যারা মেসেঞ্জার ব্যবহার করেন, তবে তাঁরা ফেসবুক বন্ধু নন এবং তাঁরা আপনার কোনো ফেসবুক গ্রুপ, পেজ, বা ইনস্টাগ্রাম কানেকশনের মাধ্যমেও যুক্ত নন। সুতরাং এই ধরনের অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত মেসেজ না পেতে চাইলে এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করুন।

এভাবে মেসেঞ্জারে কারা আপনাকে বার্তা পাঠাতে পারবেন, তা নির্বাচন করতে পারবেন।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি