হোম > প্রযুক্তি

১০ বছর পর ডিজাইনে পরিবর্তন আনল উইকিপিডিয়া 

প্রযুক্তি ডেস্ক

১০ বছরের বেশি সময় পর ওয়েবসাইটের ডিজাইনে পরিবর্তন এনেছে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া। এরই মধ্যে গত কয়েক সপ্তাহে বিভিন্ন ভাষায় নতুন এই ইন্টারফেস উন্মোচন করা হয়েছে। এবার ইংরেজি ভাষাতেও উইকিপিডিয়ার নতুন এই ইন্টারফেসের দেখা মিলছে।  

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, উইকিপিডিয়া জানিয়েছে, তাদের লক্ষ্য সাইটটির ব্যবহার আরও সহজ করে তোলা। সাইটটিতে ভাষা পরিবর্তন, অনুসন্ধান ইত্যাদি অপশনের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। তবে পরিবর্তনগুলোকে খুব একটা চোখে পড়ার মতো নয় বলে জানিয়েছেন অনেক ব্যবহারকারী।

উইকিপিডিয়ার ডিজাইনাররা জানান, মূলত সাইটের ‘সহজ’ ইন্টারফেস অক্ষত রেখেই আধুনিকীকরণের চেষ্টা করা হয়েছে, যাতে পরবর্তী প্রজন্মের পাঠকেরাও এতে আকৃষ্ট হন। নতুন ইন্টারফেস তৈরি করতে বিভিন্ন দেশের প্রায় ৩০টি স্বেচ্ছাসেবী গ্রুপের সাহায্য নেওয়া হয়। তাদের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ঘানা ও আর্জেন্টিনার মতো দেশের উইকিপিডিয়া পাঠকেরাও ছিলেন।

ব্যবহারকারীর সংখ্যার হিসাবে বিশ্বের শীর্ষ ১০টি ওয়েবসাইটের একটি হচ্ছে উইকিপিডিয়া। ২০০১ সালের ১৫ জানুয়ারি জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার উইকিপিডিয়া তৈরি করেন। উইকিপিডিয়ার শুরু হয়েছিল নুপিডিয়ার একটি বর্ধিত প্রকল্প হিসেবে। ‘নুপিডিয়া’ ছিল ইংরেজি ভাষায় একটি মুক্ত বিশ্বকোষ, যেখানে শুধু অভিজ্ঞরা লিখতেন এবং একটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী লেখাগুলো সম্পাদনা করা হতো।

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট