হোম > প্রযুক্তি

হাতের মুঠোয় বাসসেবা

প্রযুক্তি ডেস্ক, ঢাকা

জ্যাম ঠেলে অনেকটা সময় ব্যয় করে বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটার দিন শেষ এখন। ফলে সময় বেঁচেছে অনেকখানি। এখন হাতের মুঠোয় ধরা মোবাইল ফোন দিয়ে যেকোনো জায়গা থেকে বাসের টিকিট কাটা যায়। এর জন্য আছে একাধিক ওয়েবসাইট ও অ্যাপ।

বাস খুঁজুন
এটি একটি ওয়েবসাইট। কোন বাস কখন কোন জায়গা থেকে ছাড়বে, কিংবা কখন গন্তব্যে পৌঁছাবে—সব তথ্যই মিলবে এই ওয়েবসাইটে। সঙ্গে থাকছে দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন কাউন্টারের ফোন নম্বর, রুট নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি।

এসি, নন এসি, স্লিপিং চেয়ার, বিজনেস ক্লাসসহ প্রায় সব ধরনের বাসের পূর্ণাঙ্গ সময়সূচি তৈরি করেছে ‘বাস খুঁজুন’ ওয়েবসাইটটি। এ ছাড়া পছন্দের গন্তব্য নির্বাচন করে নির্দিষ্ট বাস খুঁজে নিতে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল ফোন ও ই-মেইলের মাধ্যমে বাস খুঁজুনের সঙ্গে যুক্ত থাকার ব্যবস্থা আছে। বাস খোঁজার পাশাপাশি এই ওয়েবসাইটে বাসবিষয়ক সব খবরাখবরও পাওয়া যাবে।

‘বাস খুঁজুন’ থেকে সেবা পেতে যেকোনো ব্রাউজার থেকে বাস খুঁজুন ডট কম যেতে হবে। সার্চ অপশন থেকে রুট নির্বাচন করে বাসের নির্দিষ্ট ক্যাটাগরির মাধ্যমে সার্চ করে বিভিন্ন বাসের তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ওয়েবসাইটে নির্দিষ্ট বাসের নাম লিখেও খোঁজার ব্যবস্থা আছে। তবে কিছু বহুল পরিচিত বাসের তথ্য ওয়েবসাইটের মূল পাতায় দেওয়া থাকে। ক্লিক করলে ওই সব প্রতিষ্ঠানের সব বাসের তথ্য পাওয়া যাবে মুহূর্তেই। ওয়েবসাইটটিতে আরও আছে রেজিস্ট্রেশন ও লগইন করে অংশ নেওয়ার ব্যবস্থা। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভালো সেবা দেওয়াই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

গুগল ম্যাপ
গুগল ম্যাপের মাধ্যমেও জানা যাবে সব রুটের বাসের খবরাখবর। এ জন্য মোবাইলে ইনস্টল করা গুগল ম্যাপ অ্যাপে ঢুকতে হবে। সার্চ অপশনে প্রত্যাশিত গন্তব্যস্থল লিখে ‘ডিরেকশন’-এ ক্লিক করতে হবে। এরপর ‘ট্রানজিট’-এ ক্লিক করলে সব ধরনের বাসের তথ্য চলে আসবে।

বাস খোঁজার ক্ষেত্রে ম্যাপে নিজের পছন্দের সময় নির্দিষ্ট করে সেট করলে বাস খুঁজে পেতে সহজ হবে। এ ছাড়া কোন রুটে চলাচল করলে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানো যাবে বা কোন রুটে কম হাঁটতে হবে—এ বিষয়ে তথ্য পাওয়া যাবে রুট অপশনে।

সহজ ডট কম
সহজ ডট কম বা সহজ অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো, এখান থেকে পছন্দমতো গন্তব্য ঠিক করে টিকিট কেনার ব্যবস্থা আছে। সহজের ওয়েবসাইট বা অ্যাপে ঢুকে কোন জায়গা থেকে কবে কোথায় যাবেন, তা সিলেক্ট করে নির্দিষ্ট বাসের নির্দিষ্ট সিট বুক করা সম্ভব। এতে সময় এবং কাউন্টারে যাওয়ার অতিরিক্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। আর পেমেন্টের জন্য কাউন্টারের ঝক্কি দূর করবে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সিস্টেম।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি