হোম > প্রযুক্তি

দ্রুত ডিজিটালাইজেশনকে এগিয়ে নিতে শুরু হলো হুয়াওয়ে কানেক্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক

চীনে শুরু হয়েছে হুয়াওয়ে কানেক্ট ২০২১। সারা বিশ্বে ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি কীভাবে ব্যবসায়িক পরিস্থিতি ও শিল্প খাতের উন্নয়ন ঘটাবে এবং এ বিষয়ে দক্ষতার সঙ্গে আরও ভালোভাবে সমন্বিত হতে পারে সেই বিষয়ে আলোচনা করা হবে। বিশ্বের আইসিটি শিল্প খাতের উন্নয়নের জন্য হুয়াওয়ের বার্ষিক ফ্ল্যাগশিপ আয়োজন করা হয়ে থাকে।

বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর অনলাইনে এই আয়োজন শুরু হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে হুয়াওয়ে কানেক্ট ২০২১ অনুষ্ঠিত হবে। এ বছর এই আয়োজনটির থিম নির্ধারণ করা হয় ‘ডাইভ ইনটু ডিজিটাল’। অনলাইনে মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান এরিক শ্যু।

এরিক শ্যু বলেন, ডিজিটাল উন্নয়ন মূলত ডিজিটাল প্রযুক্তির ওপর নির্ভরশীল। ডিজিটাল প্রযুক্তিকে প্রাসঙ্গিক রাখতে আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে উদ্ভাবন করতে হবে এবং ভ্যালু তৈরি করতে হবে। হুয়াওয়ে লো-কার্বন বিকাশের জন্য কী করছে, সামগ্রিকভাবে শিল্পপ্রতিষ্ঠানগুলো কোথায় যাচ্ছে এসব উল্লেখ করে শ্যু তার আলোচনায় এই তিনটি ক্ষেত্রে হুয়াওয়ের অগ্রগতির দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন ক্লাউড, এআই ও নেটওয়ার্ক এই তিনটি ডিজিটাল প্রযুক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানটিতে চারটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। অনুষ্ঠানটি হুয়াওয়ের করপোরেট ওয়েবসাইট এবং এর মিডিয়া পার্টনারদের প্ল্যাটফর্মে মোট ১১টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি পাঁচটি সামিট এবং ৬৬টি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে দুইশ’র বেশি বক্তা অংশগ্রহণ করবেন।

এ বছরের আয়োজনের মূল প্রতিপাদ্য ডাইভ ইনটু ডিজিটাল। হুয়াওয়ে ক্লাউড, এআই, ও ফাইভ জি এর মতো প্রযুক্তি ব্যবহারিক প্রয়োগে কাজ করছে। এই আয়োজনের মাধ্যমে সব ধরনের প্রতিষ্ঠানকে অর্থনৈতিক পুনরুদ্ধারে আরও দক্ষ ও বহুমুখী করে তুলতে পারবে।

এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেবেন ব্যবসায়িক নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ইকোসিস্টেম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ।

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি

ভারতে স্টারলিংকের মূল্য ফাঁস নিয়ে বিভ্রান্তি, বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি