হোম > প্রযুক্তি

দ্রুত ডিজিটালাইজেশনকে এগিয়ে নিতে শুরু হলো হুয়াওয়ে কানেক্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক

চীনে শুরু হয়েছে হুয়াওয়ে কানেক্ট ২০২১। সারা বিশ্বে ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি কীভাবে ব্যবসায়িক পরিস্থিতি ও শিল্প খাতের উন্নয়ন ঘটাবে এবং এ বিষয়ে দক্ষতার সঙ্গে আরও ভালোভাবে সমন্বিত হতে পারে সেই বিষয়ে আলোচনা করা হবে। বিশ্বের আইসিটি শিল্প খাতের উন্নয়নের জন্য হুয়াওয়ের বার্ষিক ফ্ল্যাগশিপ আয়োজন করা হয়ে থাকে।

বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর অনলাইনে এই আয়োজন শুরু হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে হুয়াওয়ে কানেক্ট ২০২১ অনুষ্ঠিত হবে। এ বছর এই আয়োজনটির থিম নির্ধারণ করা হয় ‘ডাইভ ইনটু ডিজিটাল’। অনলাইনে মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান এরিক শ্যু।

এরিক শ্যু বলেন, ডিজিটাল উন্নয়ন মূলত ডিজিটাল প্রযুক্তির ওপর নির্ভরশীল। ডিজিটাল প্রযুক্তিকে প্রাসঙ্গিক রাখতে আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে উদ্ভাবন করতে হবে এবং ভ্যালু তৈরি করতে হবে। হুয়াওয়ে লো-কার্বন বিকাশের জন্য কী করছে, সামগ্রিকভাবে শিল্পপ্রতিষ্ঠানগুলো কোথায় যাচ্ছে এসব উল্লেখ করে শ্যু তার আলোচনায় এই তিনটি ক্ষেত্রে হুয়াওয়ের অগ্রগতির দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন ক্লাউড, এআই ও নেটওয়ার্ক এই তিনটি ডিজিটাল প্রযুক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানটিতে চারটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। অনুষ্ঠানটি হুয়াওয়ের করপোরেট ওয়েবসাইট এবং এর মিডিয়া পার্টনারদের প্ল্যাটফর্মে মোট ১১টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি পাঁচটি সামিট এবং ৬৬টি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে দুইশ’র বেশি বক্তা অংশগ্রহণ করবেন।

এ বছরের আয়োজনের মূল প্রতিপাদ্য ডাইভ ইনটু ডিজিটাল। হুয়াওয়ে ক্লাউড, এআই, ও ফাইভ জি এর মতো প্রযুক্তি ব্যবহারিক প্রয়োগে কাজ করছে। এই আয়োজনের মাধ্যমে সব ধরনের প্রতিষ্ঠানকে অর্থনৈতিক পুনরুদ্ধারে আরও দক্ষ ও বহুমুখী করে তুলতে পারবে।

এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেবেন ব্যবসায়িক নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ইকোসিস্টেম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব