হোম > প্রযুক্তি

ডিসপ্লের উজ্জ্বলতা বাড়ল, রোদের মধ্যেও জ্বলজ্বল করবে গ্যালাক্সি জেড ফোল্ড ৫

আপাতদৃষ্টিতে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৫ সিরিজটি আগের মডেলের মতোই। কিন্তু এতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যাম মোবাইলের প্রতিবেদন অনুযায়ী, যে কোনো পরিবেশে ব্যবহারকারীর চোখে আরাম দিতে মডেলটির ডিসপ্লের উজ্জ্বলতা (ব্রাইটনেস) বাড়ানো হয়েছে। 

কয়েক বছর ধরেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ডিসপ্লের ব্রাইটনেস বাড়িয়ে দেওয়া হচ্ছে। যেমন, এ বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ২৩ সিরিজের ব্রাইটনেস ১ হাজার ৭৫০ নিটস। 

নিট হলো ডিসপ্লের উজ্জ্বলতা পরিমাপের একটি একক। 

সাধারণ ও ভাঁজ করা স্মার্টফোনের ডিসপ্লে প্যানেলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণে ভাঁজ করা প্যানেলে একইরকম উজ্জ্বলতা পাওয়া যায় না। অর্থাৎ যখন ফোনটি ঘরের বাইরে সরাসরি সূর্যের আলোর মধ্যে ব্যবহার করা হয় তখন ডিসপ্লে ভালো মতো দেখা যায় না। এ কারণে ভাঁজ করা ফোনের ডিসপ্লের উজ্জ্বলতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে স্যামসাং। 

গত বছরের গ্যালাক্সি জেড ফোল্ড ৪ সিরিজটির ব্রাইটনেস ছিল ১ হাজার ৩০০ নিটস। এবারের মডেলের সঙ্গে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এর প্যানেলের আকার ও আয়তনে মিল রয়েছে। কিন্তু গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এর ডিসপ্লে প্যানেল আরও ভালো। এর ব্রাইটনেস ১ হাজার ৭৫০ নিটস। যা গ্যালাক্সি এস ২৩ সিরিজের সমান। 

এর ফলে তীব্র সূর্যালোকের মধ্যেও গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এর ডিসপ্লে দেখতে সমস্যা হবে না। চোখের জন্য আরামদায়ক হবে। 

নতুন ফোনটির প্রি–অর্ডার শুরু হয়েছে। প্রি–অর্ডারে মূল্যছাড়ও রয়েছে।

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি