হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

গুগলের ভুলে ফাঁস হলো অ্যান্ড্রয়েডের নতুন ডিজাইন

আজকের পত্রিকা ডেস্ক­

ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ নামে নতুন এই ডিজাইন সংক্রান্ত একটি ব্লগপোস্ট গুগল অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশ করে ফেলে গুগল। ছবি: নাইনটুফাইভ গুগল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে দারুণ এক চমক। কারণ অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিজ্যুয়াল ডিজাইন বা চেহারায় আসছে বড় পরিবর্তন। আর সেটি গুগল নিজেই ‘ভুল করে’ আগেভাগেই ফাঁস করেছে।

প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় সাইট নাইটটুফাইভগুগল জানিয়েছে, ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ নামে নতুন এই ডিজাইন সংক্রান্ত একটি ব্লগপোস্ট গুগল অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশ করে ফেলে, যা পরে মুছে ফেলা হয়। তবে ততক্ষণে নতুন ডিজাইন সম্পর্কে অনেক কিছুই জানা গেছে।

গুগল বলছে, এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে গবেষণাভিত্তিক ডিজাইন পরিবর্তন। নতুন এই ডিজাইনে ব্যবহারকারীদের অনুভূতির ওপর প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছে। গুগল ব্লগ পোস্টে জানিয়েছে, ২০২২ সাল থেকে ৪৬টির বেশি গবেষণার মাধ্যমে, ১৮ হাজার ব্যবহারকারীর অংশগ্রহণে তৈরি হয়েছে এই ডিজাইন। এটি শুধু দেখতে সুন্দর নয় এবং ব্যবহারকারীর বিভিন্ন লক্ষ্য পূরণে সাহায্য করবে। যেমন: খুব দ্রুত ওয়াইফাইয়ের সঙ্গে সংযুক্ত করা।

এই গবেষণাগুলোর মাধ্যমে গুগল যেসব বিষয় লক্ষ্য করে। সেগুলো হলো—

চোখের গতি বিশ্লেষণ: ব্যবহারকারীরা স্ক্রিনের কোথায় বেশি মনোযোগ দিচ্ছেন তা বিশ্লেষণ করা।

জরিপ ও ফোকাস গ্রুপ: বিভিন্ন ডিজাইনের প্রতি ব্যবহারকারীদের আবেগগত প্রতিক্রিয়া বোঝা।

পরীক্ষা: ব্যবহারকারীদের অনুভূতি ও পছন্দের তথ্য সংগ্রহ করা।

ব্যবহারযোগ্যতা বিশ্লেষণ: ব্যবহারকারীরা কত দ্রুত কোনো ইন্টারফেস বুঝতে ও ব্যবহার করতে পারছেন তা মূল্যায়ন করা।

গবেষণায় দেখা গেছে, ব্যবহারকারীরা এক্সপ্রেসিভ ডিজাইনে প্রয়োজনীয় অপশন চার গুণ দ্রুত খুঁজে পান। উদাহরণস্বরূপ, মেইল অ্যাপে ‘সেন্ড’ বাটন নিচে বড় আকারে থাকায় ব্যবহারকারীরা সেটি আগের চেয়ে অনেক দ্রুত খুঁজে পেয়েছেন।

নতুন ডিজাইনে রং ও আকৃতিতে এসেছে পরিবর্তন। গুরুত্বপূর্ণ কাজের অপশনগুলো আরও ভালোভাবে হাইলাইট করা হয়েছে। অনেক বেশি ভাসমান উপাদান ও বাঁকানো আকৃতি দেখা যাবে এবার। এগুলোর মাধ্যমে অ্যাপ ব্যবহারে স্বাচ্ছন্দ্য বাড়বে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

এ ছাড়া নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে স্ক্রিনে একটি টুলবার থাকবে, যা কাজ করতে আরও সুবিধা দেবে। গুগল আরও জানিয়েছে, তারা এবার স্ক্রিনে দেখানো বিভিন্ন উপাদানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে এবং সম্পর্কিত তথ্যগুলো একত্রে উপস্থাপন করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘ম্যাটেরিয়াল ডিজাইন’ চালুর পর এবারই প্রথম এত বড় আকারে অ্যান্ড্রয়েডের চেহারায় পরিবর্তন আসছে। যদিও স্যামসাং বা নাথিংয়ের মতো ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে এই ডিজাইনকে রূপ দেবে।

নতুন এই পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে গুগলের বার্ষিক ইভেন্ট গুগল আই/ও ২০২৫-এ, যা অনুষ্ঠিত হবে ২০ মে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি