হোম > প্রযুক্তি

‘আইফোন ১৭ স্লিম’ আনছে অ্যাপল, দাম হবে বেশি

কয়েক বছর ধরে আইফোনের নকশায় বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে আগামী বছর আইফোনের আকার চিকন করে ‘আইফোন ১৭ স্লিম’ নামে নতুন এক মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। ফোনটি আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি দামি হবে বলে জানিয়েছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট। 

অ্যাপল সাধারণত একটি সিরিজের আওতায় চারটি মডেল নিয়ে আসে। যেমন–আইফোন ১৫ সিরিজে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনা বলে, ২০২৫ সালের স্মার্টফোনগুলোর সঙ্গে আইফোন ১৭ স্লিম মডেল উন্মোচন করবে অ্যাপল। 

এ বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই–ডিসেম্বর) আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে কোম্পানিটি। 

তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলোর পরিবর্তে আইফোন ১৭ স্লিম মডেলটি নিয়ে আসা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ২০২১ সালে অ্যাপলের ছোট আকারের ফোন আইফোন ১৩ মিনি উন্মোচন করা হয়। এরপর সিরিজগুলোতে ‘মিনি’ সংস্করণটি আর নিয়ে আসা হয়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে জিএসএমএরিনা বলছে, আইফোন ১২ স্লিম মডেলটি অন্যান্য মডেলের চেয়ে দামি হতে পারে। অর্থাৎ, আইফোন ১৭ প্রো ম্যাক্সের চেয়েও স্লিম মডেলটির দাম বেশি হবে। 

এই মাসের শুরুর দিকে অ্যাপল নতুন আইপ্যাড প্রো (২০২৪) উন্মোচন করে। এই মডেল এর উত্তরসূরিদের চেয়ে অনেক চিকন। 

আইফোন ১৭ স্লিম মডেলে নতুন নকশা দেখা যাবে। এর পেছনের ক্যামেরার অবস্থান মাঝ বরাবর হতে পারে। এর গঠনে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হতে পারে। আইফোন ১৭ স্লিম মডেলটির স্ক্রিনের আকার হবে ৬ দশমিক ৬ ইঞ্চি, যা আইফোন ১৭ (৬ দশমিক ১ ইঞ্চি) ও আইফোন ১৭ প্রোর (৬ দশমিক ৩ ইঞ্চি) চেয়েও বড়। তবে আইফোন প্রো ম্যাক্সের (৬ দশমিক ৯ ইঞ্চি) তুলনায় স্লিম মডেলটির স্ক্রিনের আকার ছোট হবে। 

এ ছাড়া আইফোন ১৭ সিরিজে ডাইনামিক আইল্যান্ডের ফিচারটির আকারও ছোট করবে অ্যাপল। 

তবে স্লিম মডেলটি নিয়ে প্রকাশিত তথ্যগুলো গুজবও হতে পারে। কারণ আইফোন ১৭ সিরিজ উন্মোচনের জন্য অনেক সময় বাকি রয়েছে। এর আগে ২০২৪ সালের শেষের দিকে আইফোন ১৬ সিরিজ বাজারে আসবে। 

তথ্যসূত্র:গ্যাজেট ৩৬০, ম্যাকরিউমার

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি