হোম > প্রযুক্তি

ইন্টারনেটের গতি বাড়াতে বিটিআরসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার পুনরায় চালুর জন্য আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এবং আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)। 

আজ বৃহস্পতিবার মৌখিকভাবে এই নির্দেশনা দেওয়া হয় বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। 

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিভিন্ন জায়গায় ক্যাশ সার্ভারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলো মেরামত করা হয়েছে। সেগুলো রিওপেন করার জন্য আমরা মৌখিকভাবে আইআইজি এবং আইএসপিদের নির্দেশনা দিয়েছি।’ 

সংশ্লিষ্টরা জানান, ক্যাশ সার্ভার থেকে লোকাল ব্যান্ডউইথের জোগান বাড়ানো হয়। গুগলের ক্যাশ সার্ভারগুলো পুনরায় চালু হলে ইউটিউব ব্যবহার করা যাবে। তবে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভারের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা নেই। সরকারের নির্দেশনা না মানায় বন্ধই থাকবে ফেসবুক। সরকারের নির্দেশনা মানবে এমন নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। 

পাঁচ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানি খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা। এরপর গতকাল বুধবার রাত থেকে দেশজুড়ে ব্যক্তি পর্যায়ে চালু হয় এই সেবা। তবে ব্রডব্যান্ড চালু হলেও ধীর গতির কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও