হোম > প্রযুক্তি

ইন্টারনেটের গতি বাড়াতে বিটিআরসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার পুনরায় চালুর জন্য আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এবং আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)। 

আজ বৃহস্পতিবার মৌখিকভাবে এই নির্দেশনা দেওয়া হয় বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। 

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিভিন্ন জায়গায় ক্যাশ সার্ভারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলো মেরামত করা হয়েছে। সেগুলো রিওপেন করার জন্য আমরা মৌখিকভাবে আইআইজি এবং আইএসপিদের নির্দেশনা দিয়েছি।’ 

সংশ্লিষ্টরা জানান, ক্যাশ সার্ভার থেকে লোকাল ব্যান্ডউইথের জোগান বাড়ানো হয়। গুগলের ক্যাশ সার্ভারগুলো পুনরায় চালু হলে ইউটিউব ব্যবহার করা যাবে। তবে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভারের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা নেই। সরকারের নির্দেশনা না মানায় বন্ধই থাকবে ফেসবুক। সরকারের নির্দেশনা মানবে এমন নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। 

পাঁচ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানি খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা। এরপর গতকাল বুধবার রাত থেকে দেশজুড়ে ব্যক্তি পর্যায়ে চালু হয় এই সেবা। তবে ব্রডব্যান্ড চালু হলেও ধীর গতির কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব