হোম > প্রযুক্তি

৭০ কোটি মার্কিন ডলারে ইসরায়েলি এআই কোম্পানি অধিগ্রহণ করল এনভিডিয়া

এআই গ্রাফিকস প্রসেসর বা চিপের বাজারে আধিপত্য বিস্তার করছে এনভিডিয়া। ছবি: এনভিডিয়া

ইসরায়েলি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ‘রান: এআই’কে কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়া। কয়েক মাস ধরে চলা নিয়ন্ত্রক সংস্থার তদন্ত শেষে ৭০ কোটি মার্কিন ডলারে এই অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এআই স্টার্টআপটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের এপ্রিলে এই চুক্তির ঘোষণা করা হয়। এআই হার্ডওয়্যার ও সফটওয়্যারের বাজারে প্রতিযোগিতা হ্রাস পেতে পারে—এমন উদ্বেগের কারণে এই চুক্তি নিয়ে তদন্ত শুরু হয়। তবে চলতি মাসের শুরুতে ইউরোপীয় কমিশনের কাছ থেকে শর্তহীন অনুমোদন পেয়েছে এই চুক্তি।

ইউরোপীয় কমিশন নিশ্চিত করেছে যে, রান: এআই অধিগ্রহণ বাজারে প্রতিযোগিতা নিয়ে কোনো উদ্বেগ সৃষ্টি করবে না, বরং এর মাধ্যমে প্রতিযোগিতার পথ আরও প্রশস্ত হবে।

এই তদন্তে গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউর বাজারের ওপর এনভিডিয়ার নিয়ন্ত্রণ আরও জোরদার করতে পারে কি না—এমন বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি।

এআই গ্রাফিকস প্রসেসর বা চিপের বাজারে আধিপত্য বিস্তার করছে এনভিডিয়া। এই বাজারের প্রায় ৮০ শতাংশ এই কোম্পানির অধীনে।

সম্প্রতি টেক জায়ান্টদের বিভিন্ন দেশের স্টার্ট-আপ কেনার বিষয়ে তদন্তের পরিসর বাড়িয়েছে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের উভয় প্রান্তের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে এক ব্লগ পোস্টে রান: এআই বলেছে, নিজেদের সফটওয়্যারকে ওপেন সোর্স হিসেবে তৈরির পরিকল্পনা করছে তারা।

কোম্পানিটি বলে, ‘রান: এআই বর্তমানে শুধু এনভিডিয়া জিপিইউ সমর্থন করলেও সফটওয়্যার ওপেন-সোর্স করার মাধ্যমে এটি এআই ইকোসিস্টেমের জন্য আরও বিস্তৃত হবে।’

এ ছাড়া, গত বছরের আগস্ট মাসে পলিটিকো এক প্রতিবেদনে বলেছিল, এই চুক্তি নিয়ে তদন্ত শুরু করছে মার্কিন বিচার বিভাগও।

প্রযুক্তি জায়ান্টদের স্টার্টআপ অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিযোগিতার উদ্বেগের কারণে সাম্প্রতিক সময়ে তদন্ত কার্যক্রম আরও কঠোর করেছে উভয় প্রান্তের নিয়ন্ত্রক সংস্থাগুলো।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি