হোম > প্রযুক্তি

যুদ্ধ নিয়ে বিভ্রান্তি বন্ধে গুগল ও ইউটিউবকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্রেটনের

প্রযুক্তি ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে গুগল ও ইউটিউব ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিভ্রান্তি ছড়ানো সেসব ব্যবহারকারীদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন ইইউ ইন্ডাস্ট্রি কমিশনার থিয়েরি ব্রেটন। রোববার তিনি এ আহ্বান জানান। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার আরটি এবং রাশিয়ার অন্য চ্যানেলগুলোকে তাদের ওয়েবসাইট, অ্যাপস এবং ইউটিউব ভিডিওগুলোতে বিজ্ঞাপনের জন্য অর্থ গ্রহণে বাধা দেয় গুগল। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরে ফেসবুকও একই পদক্ষেপ নিয়েছিল। 

অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই এবং ইউটিউবের সিইও সুসান ওয়াজসিকির সঙ্গে একটি ভিডিওকলে যুক্ত হয়ে রুশ–ইউক্রেন যুদ্ধ নিয়ে বিভ্রান্তি বন্ধের জন্য ব্রেটন পদক্ষেপ নেওয়ার কথা বলেন। 

ব্রেটন বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা ও যুদ্ধ নিয়ে বিভ্রান্তি ছড়ানো এক কথা নয়। এ সব বিভ্রান্তি মোকাবিলায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নতুন নীতিমালা তৈরি করে জরুরি এবং কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।’ 

অন্যদিকে গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, এরই মধ্যে ইউক্রেনের বিষয়ে ভুল তথ্য বন্ধ করতে অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়ান যুদ্ধের প্রচারণাকে মোকাবিলা করার জন্য ইউটিউব ও গুগল প্রচেষ্টা আরও বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও