হোম > প্রযুক্তি

ভারতে পরিবেশবান্ধব ‘হাইড্রোজেন ফুয়েল সেল’ বাসের যাত্রা শুরু

ভারতে প্রথমবারের মতো পরিবেশবান্ধব হাইড্রোজেন জ্বালানি ব্যবহৃত যাত্রীবাহী বাসের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং পুনেতে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 
 
ভারতের মহারাষ্ট্রের পুনের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) এবং বেসরকারি সংস্থা কেপিআইটির যৌথ উদ্যোগে ‘হাইড্রোজেন ফুয়েল সেল বাস’ তৈরি করা হয়। এই প্রথম বাসটি বাণিজ্যিকভাবে বাজারে আনা হলো। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হাইড্রোজেন ফুয়েল সেল এবং বাতাস ব্যবহার করে বাসের ইঞ্জিনের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই যানের একমাত্র জ্বালানি হলো পানি। ফলে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদানই এর মাধ্যমে উৎপন্ন হয় না। 

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং জানান, এ ধরনের যানবাহনের জ্বালানি ব্যয়ও তুলনামূলকভাবে কম। এই ইঞ্জিন ভারতে মালবাহী গাড়ির জগতেও বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এ ছাড়া জ্বালানি সেল কোনো গ্রিনহাউস গ্যাস নির্গমন না করায় এটি বেশ পরিবেশবান্ধবও। 

অন্যদিকে, বর্তমানে প্রচলিত যানবাহনের ইঞ্জিনগুলোতে বিপুল পরিমাণে ডিজেল, পেট্রল, অকটেনের মতো মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। যা থেকে কার্বন মনক্সাইড, সালফার ডাই অক্সাইডের মতো পরিবেশের জন্য ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস উপজাত হিসেবে নির্গত হয়। 

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি