হোম > প্রযুক্তি

ইইউয়ের ডিজিটাল মার্কেটস অ্যাক্টে প্রথম দণ্ড, অ্যাপলের জরিমানা

এই বিষয় নিয়ে অ্যাপলকে ২০২৫ সালের ৯ জানুয়ারির পর্যন্ত পর্যালোচনা করবে ইইউ। ছবি: দ্য ভার্জ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) লঙ্ঘনের জন্য জরিমানা হতে পারে অ্যাপলের। এই সিদ্ধান্ত কার্যকর হলে অ্যাপলই হবে প্রথম কোম্পানি, যা এই আইনের অধীনে জরিমানার সম্মুখীন হবে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

অ্যান্টিট্রাস্ট–বিষয়ক আইনটি গত বছর কার্যকর হয়। গত জুন মাসে ইইউয়ের নিয়ন্ত্রকেরা অভিযোগ করেন, আইফোন নির্মাতা অ্যাপল প্রযুক্তি নীতিমালা লঙ্ঘন করেছে। ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ) আওতায় কমিশনের পক্ষ থেকে অ্যাপলের বিরুদ্ধে এটি প্রথম অভিযোগ ছিল।

বিভিন্ন সূত্র বলছে, এই মাসেই জরিমানা আরোপের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়সূচি পরিবর্তিত হতে পারে। এই জরিমানা অ্যাপলের ওপর চাপ বাড়াবে। কারণ, ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রকেরা ছোট কোম্পানির জন্য প্রতিযোগিতার সমান সুযোগ নিশ্চিত করার চেষ্টা করছে।

গত মার্চ মাসে অ্যাপলকে ১৮৪ কোটি ইউরো (২০১ কোটি ডলার) জরিমানা করেছে ব্রাসেলস। কারণ, অ্যাপল তার অ্যাপ স্টোরে সীমাবদ্ধতা আরোপ করে মিউজিক স্ট্রিমিং প্রতিদ্বন্দ্বীদের প্রতিযোগিতা বাধাগ্রস্ত করেছিল।

অ্যাপ ডেভেলপারদের ওপর নতুন ফি আরোপের কারণেও তদন্তের মুখোমুখি হচ্ছে অ্যাপল। ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) লঙ্ঘনের জন্য জরিমানা হিসেবে কোনো কোম্পানির বৈশ্বিক বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত আরোপ করা হতে পারে।

এই বছরের শুরুতে কার্যকর হয় ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ)। এর মাধ্যমে আইপ্যাডে ব্যবহারকারীদের পছন্দের ডিফল্ট ওয়েব ব্রাউজার সেট করার সুযোগ দিতে অ্যাপলকে বাধ্য করে। সেই সঙ্গে অ্যাপলের অপারেটিং সিস্টেমে বিকল্প অ্যাপ স্টোরগুলো অনুমোদন করতে এবং হেডফোন ও স্মার্ট পেনসিলগুলোকে আইপ্যাডওএসের ফিচারগুলোতে অ্যাকসেস প্রদান করতে বাধ্য করা হয়।

জরিমানার বিষয়টি নিয়ে অ্যাপল ও ইউরোপীয় কমিশন কোনো মন্তব্য করেনি।

গত সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি দীর্ঘকালীন মামলায় হেরেছিল অ্যাপল, যার ফলে আয়ারল্যান্ডে ১৩ বিলিয়ন ইউরো ফেরত কর (ব্যাক ট্যাক্স) পরিশোধ করতে বাধ্য হয় কোম্পানিটি।

ব্লুমবার্গের এক প্রতিবেদকেরা বলেন, নিয়ন্ত্রকেরা জরিমানা আরোপের প্রস্তুতি নিচ্ছে, কারণ অ্যাপল অ্যাপ ডেভেলপারদের ব্যবহারকারীদের অ্যাপ স্টোরের বাইরে সাশ্রয়ী অফারগুলো পরিচালনা করার অনুমতি দেয়নি।

এদিকে ইন্দোনেশিয়ায় আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ হয়েছে। আইফোন তৈরিতে স্থানীয় পণ্য ব্যবহার না করায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে বাইরে দেশ থেকে আইফোন কিনে নির্ধারিত কর পরিশোধ করে এই ডিভাইস ব্যবহার করা যাবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি