হোম > প্রযুক্তি

বাজারে আসছে নাথিং ফোন!

নাথিং ফোন কোনো ব্র্যান্ডের নাম হতে পারে? হ্যাঁ হতে পারে এবং হয়েছেও। বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই তাঁর আগের প্রতিষ্ঠান ছেড়ে শুরু করেছেন নতুন উদ্যোগ। আর তাঁর নতুন উদ্যোগের নাম নাথিং ফোন। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জুন ভারতে নাথিং ফোন তাদের প্রথম ফোন বাজারে ছেড়েছে। দারুণ ডিজাইন ও আউটলুক নিয়ে বাজারে আসছে বলে দাবি প্রতিষ্ঠানটির। 

অনেকটা আইফোনের মতো শার্প এজড এই ফোনটি দেখতে স্বচ্ছ। প্রতিষ্ঠানটির দাবি, বাজারে নতুন কিছু আনার দর্শন থেকেই এমন ফোনের এমন নকশা করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। ফোনটিতে রাখা হয়েছে দুটি ক্যামেরা। এ ছাড়া এর স্বচ্ছ আবরণের কারণে ফোনটির ভেতরে থাকা সব নাট-স্ক্রু দেখা যাবে বাইরে থেকে। 

এই ফোনটির একটি দারুণ ফিচার হলো—ফোনটির ব্যাক পার্টে নোটিফিকেশন জানান দিতে রাখা হয়েছে এলইডি লাইট। নাথিং ফোন কর্তৃপক্ষ এই এলইডি লাইটের নাম রেখেছে, গ্লিফ ইন্টারফেস। ফোনটিতে নোটিফিকেশন আসা মাত্র পেছনের এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। আবার এই ফোনটিকে যখন কোনো ওয়ারলেস চার্জার দিয়ে চার্জ করা হবে তখনো এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। এ ছাড়া প্রতিবার ছবি তোলার সময়ও এই এলইডি লাইটি জ্বলবে জানানো হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। 

এ ছাড়া, ফোনটির ব্যাক পার্টের নিচের দিকে রয়েছে আরও একটি ছোট এলইডি লাইট। যখন কোনো ব্যবহারকারী তারযুক্ত চার্জার দিয়ে ফোনটি চার্জ করবেন তখন নিচের ছোট এলইডি লাইটটি জ্বলবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি