হোম > প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে ২ বিলিয়ন ডলারের বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরি করছে ভিনফাস্ট

প্রযুক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাতে একটি কারখানা তৈরি করতে প্রাথমিকভাবে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ভিয়েতনামের অটোমেকার ভিনফাস্ট। যেখানে বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যাটারিসহ বাস, স্পোর্টস ইউটিলিটি যানবাহন তৈরি করা হবে। গত মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ভিনগ্রুপের এই ইউনিট যুক্তরাষ্ট্রের এই কারখানায় মোট ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। কারখানার নির্মাণকাজ এ বছর শুরু হলেও ২০২৪ সাল নাগাদ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। 

তা ছাড়া এই প্ল্যান্টে প্রাথমিক উৎপাদন ক্ষমতা ১ লাখ ৫০ হাজার ইউনিট হবে বলে জানিয়েছে ভিনফাস্ট। ভিনগ্রুপের ভাইস চেয়ার এবং ভিনফাস্ট গ্লোবাল সিইও নগুয়েন থি থু থুই বলেছেন, এ কারখানা চালু হলে যুক্তরাষ্ট্রের বাজারে ভিনফাস্টের পণ্য অনেকটাই সুলভ মূল্যে পাওয়া যাবে। যা গ্রাহকদের বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উদ্বুদ্ধ করবে। 

অন্যদিকে ভিনফাস্টের এই উদ্যোগ নিজের অর্থনৈতিক কৌশলের এক উদাহরণ দাবি করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ভিনফাস্টের এই বিনিয়োগ দেশটিতে নতুন করে ৭ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জিএম, ফোর্ড, সিমেন্স-এর মতো প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করছে। ফলে নাগরিকদের জন্য নতুন করে চাকরির বাজার উন্মুক্ত হচ্ছে। 

 ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন গাড়ি বিক্রির অর্ধেক গাড়ি বৈদ্যুতিক হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বাইডেন প্রশাসন। 

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি