হোম > প্রযুক্তি

চিপ উৎপাদনে তাইওয়ানকে পাশে চায় জাপান 

প্রযুক্তি ডেস্ক

বৃহত্তর পরিসরে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে তাইওয়ানকে পাশে চায় জাপান। আজ মঙ্গলবার দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য বৈঠকে তাইওয়ানের প্রতি এ আহ্বান জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে সেমিকন্ডাক্টর উৎপাদন সম্প্রসারণ পরিকল্পনার জন্য তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (টিএসএমসি) প্রশংসা করেছেন জাপান-তাইওয়ান এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিতসুও ওহাশি। তাইওয়ানের এ সহযোগিতা আরও প্রসারিত করার আহ্বান জানিয়েছেন তিনি। এতে করে তাইওয়ান ও জাপানের সাপ্লাইচেইনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মিতসুও ওহাশি। 

ওহাশি বলেন, ‘করোনা মহামারি জাপান ও তাইওয়ানের বিনিময় সম্পর্কে বেশ বাজে প্রভাব ফেলেছে। তবে অর্থনীতি ও বাণিজ্যে এ দুই দেশের গভীর সম্পর্ক সে সমস্যা খুব ভালোভাবেই কাটিয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’  

তাইওয়ান ও জাপানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে চীনের কার্যকলাপ এ দেশ দুটির জন্য বেশ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এ ধরনের উদ্যোগ তাদের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে। 

তাইওয়ান-জাপান অর্থনৈতিক ও বাণিজ্য সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয়। তবে মহামারির কারণে এ সপ্তাহে তা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্বজুড়ে চিপ ঘাটতি মেটাতে বড় ইলেকট্রনিকস নির্মাতা ও গাড়ি  তৈরিকারক প্রতিষ্ঠানগুলো তাইওয়ানের ওপর বেশ নির্ভরশীল হয়ে পড়েছে। গত বছর বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জাপানে একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন করার ঘোষণা দেয় । যেখানে প্রায় ৭ বিলিয়ন ডলার মূল্যের চিপ প্ল্যান্ট স্থাপন করা হবে বলে জানানো হয়েছিল তখন।

আরও পড়ুন:

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব