ইউক্রেনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এরই মধ্যে বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইট।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই সাইবার হামলা আগের থেকে আরও ভয়ানক বলে দাবি করেছে ইউক্রেন সরকার। এর আগে বুধবার বেশ কয়েকটি ইউক্রেনীয় ব্যাংক এবং সরকারি বিভাগের ওয়েবসাইট অচল হয়ে পড়ে।
ইন্টারনেট সংযোগ সংস্থা নেট ব্লকস এক টুইট বার্তায় জানিয়েছে, ইউক্রেনে এই সাইবার হামলা সাম্প্রতিক সময়ে দেশটির ঘটনাগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
গত সপ্তাহেও বেশ বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছিল ইউক্রেন। দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলা ঠেকাতে দেশটির বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট তখন বন্ধও রাখা হয়।