হোম > প্রযুক্তি

‘২০ কোটির বেশি’ টুইটার ব্যবহারকারীর তথ্য চুরি

প্রযুক্তি ডেস্ক

মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ২০ কোটির বেশি ব্যবহারকারীর ইমেইল ঠিকানা চুরি করে এক অনলাইন হ্যাকিং ফোরামে পোস্ট করা হয়েছে। 

লিংকডইন অ্যাকাউন্টের এক পোস্টে ইসরায়েলভিত্তিক সাইবার নিরাপত্তা কোম্পানি ‘হাডসন রকের’ সহ-প্রতিষ্ঠাতা অ্যালন গাল এই দাবি করেন বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। 

অ্যালন গাল লিখেছেন, ‘এই তথ্য চুরি দুর্ভাগ্যবশত বেশ কিছুসংখ্যক হ্যাকিং, ফিশিং ও ডক্সিংয়ের দিকে নিয়ে যাবে। আমার দেখা অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঘটনা।’

২৪ ডিসেম্বর সামাজিক মাধ্যমে তথ্য চুরির ঘটনা নিয়ে গালের করা প্রথম পোস্ট নিয়ে কোনো মন্তব্য করেনি টুইটার। এমনকি ওই তারিখের পর থেকে এই ফাঁস সম্পর্কে তদন্তের বিষয়েও কোনো প্রতিক্রিয়া জানায়নি প্ল্যাটফর্মটি। 

এ ঘটনা তদন্তে বা সমাধানে টুইটার কী ধরনের পদক্ষেপ নিয়েছে বা আদৌ নিয়েছে কি না, তা-ও পরিষ্কার নয়। স্থানীয় সময় বুধবার ‘হ্যাকার ফোরামে’ প্রকাশিত তথ্যের বিভিন্ন স্ক্রিনশট এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। 

অনলাইনে নিরাপত্তা লঙ্ঘনের নোটিফিকেশন দেওয়া বিশেষ সাইট ‘হ্যাভ আই বিন পনড’-এর নির্মাতা ট্রয় হান্ট ফাঁস হওয়া তথ্য দেখার পর টুইটারে বলেন, ‘হ্যাকারের বর্ণনার সঙ্গে ডেটা মেলে।’ 

তবে এসব তথ্য ফাঁস করার পেছনে দায়ী হ্যাকার বা হ্যাকার দলের পরিচয় বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তথ্য চুরির এই ঘটনা সম্ভবত ২০২১ সালের শুরুতে ঘটেছিল, যা গত বছর ইলন মাস্কের কোম্পানি অধিগ্রহণের আগে। 

এই তথ্য চুরির আকার ও সুযোগ-সম্পর্কিত বিভিন্ন দাবির মিল রয়েছে ডিসেম্বরের প্রথম দিকের তথ্য ফাঁসের ঘটনার সঙ্গে। সে সময় ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ইমেইল ঠিকানার পাশাপাশি ফোন নম্বরও চুরির দাবি উঠেছিল। টুইটারের তথ্য ফাঁস হওয়ার এ ঘটনা আটলান্টিকের দুই পারেরই নিয়ন্ত্রকদের মনোযোগ আকর্ষণ করতে পারে। টুইটারের ইউরোপীয় সদর দপ্তর আয়ারল্যান্ডে অবস্থিত। 

দেশটির নিয়ন্ত্রক সংস্থা ‘ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)’ ও যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)’ যথাক্রমে ইউরোপীয় ডেটা সুরক্ষা আইন ও একটি মার্কিন সম্মতি আদেশের সঙ্গে সামঞ্জস্য আনতে ইলন মাস্ক-মালিকানাধীন কোম্পানিটির ওপর নজর রাখছে। 

এর আগে, গত ডিসেম্বরে প্রায় ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছিলেন এক হ্যাকার। সাইবার হামলা চালিয়ে তিনি ওই ব্যবহারকারীদের ফোন নম্বর, ই-মেইল ঠিকানাসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন বলে দাবি করেছিলেন। গত বছরের শুরুতে তথ্যগুলো চুরি করা হয়েছে বলেও জানিয়েছিলেন সেই হ্যাকার। তাঁর হ্যাকিংয়ের তালিকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তারকা ও রাজনীতিবিদের নামও রয়েছে। 

টুইটারের নতুন মালিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে এ বিষয়ে সতর্ক করে সেই হ্যাকার বলেছিলেন, ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রি করা হবে। তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা ভঙ্গের দায়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হওয়ার আগেই মাস্ককে এগুলো কিনে নিতে বলেছিলেন তিনি। 

বিজ্ঞাপন দেওয়ার কিছুদিনের মধ্যেই প্রায় ১ হাজার টুইটার ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস করেন সেই হ্যাকার। তথ্য ফাঁস হওয়া টুইটার ব্যবহারকারীর তালিকায় ছিল—গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, মার্ক কিউবাসহ হাই প্রোফাইল বেশ কয়েকজন তারকা ও রাজনীতিবিদ।

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট