হোম > প্রযুক্তি

পাঠানোর পরও এডিট করা যাবে গুগল মেসেজ

পাঠানো মেসেজ এডিট করার ফিচার যুক্ত হচ্ছে গুগল মেসেজ অ্যাপে। এর মাধ্যমে ভুলক্রমে কাউকে মেসেজ পাঠানো হয়ে গেলেও সেটি এডিট করে মেসেজটি সংশোধন করা যাবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যএসপি অ্যান্ড্রয়েড এক প্রতিবেদনে কিছু কোডের স্ক্রিনশট প্রকাশ করেছে। সেই স্ক্রিনশট দেখে ধারণা করা হচ্ছে, গুগল মেসেজ অ্যাপে শিগগিরই এই ফিচার আসবে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। 

দ্যএসপিঅ্যান্ড্রয়েড বলছে, গত নভেম্বরে চালু হওয়া গুগল মেসেজের বেটা ভার্সনে এই ফিচার আসার আভাস পাওয়া গেছে। 

গুগল ফিচারটি আনবেই এমন কোনো নিশ্চয়তা নেই। এ ছাড়া এই ফিচার হোয়াটসঅ্যাপের মতো অন্যান্য মেসেজিং অ্যাপে অনেক আগেই থেকেই রয়েছে। গত বছর অ্যাপল ও এ বছরের শুরুতে হোয়াটসঅ্যাপ এই ধরনের ফিচার নিয়ে এসেছে। প্রত্যেক ক্ষেত্রেই পাঠানো মেসেজ এডিটের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। অ্যাপলের আই মেসেজের ক্ষেত্রে ২ মিনিট ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ১৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ মেসেজ পাঠানোর পর এডিট করতে চাইলে এই সময়ের মধ্যে করতে হবে। তবে গুগল মেসেজের জন্য এমন কোনো ফিচার এখন পর্যন্ত সামনে আসেনি। 

সম্প্রতি গুগল মেসেজে ইউজার ইন্টারফেসের পরিবর্তন থেকে এইচডিআরের মতো নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। এ ছাড়া চলতি মাসের শুরুতে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য নতুন নেভিগেশন বার নিয়ে এসেছে গুগল চ্যাট। এতে চারটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে। এগুলো গুগল চ্যাটের ওয়েব ভার্সনের সঙ্গে সংগতিপূর্ণ। গুগল চ্যাটের নতুন নেভিগেশন বারের চারটি ট্যাব হলো— হোম, ডাইরেক্ট মেসেজ, স্পেস ও মেনশনস। এর আগে শুধু চ্যাট ও স্পেস নামে দুটি ট্যাব ছিল।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব