হোম > প্রযুক্তি

মোবাইল ফোনের ফটো গ্যালারিতে জায়গা বাড়ানো যায় যেভাবে

ফিচার ডেস্ক

সময়ের সঙ্গে স্মার্টফোনে ডেটা সংরক্ষণের জায়গা বাড়ছে। একই সঙ্গে আধুনিক হচ্ছে ক্যামেরা। তাই ছবির ফাইল বড় হচ্ছে দিন দিন। এ কারণে মোবাইল ফোনের স্টোরেজ ভরে গিয়ে হ্যাং হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ ধরনের পরিস্থিতিতেও মোবাইল ফোনে জায়গা ধরে রাখা সম্ভব।

ছবি সংরক্ষণের জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারেন, যেমন অ্যাপল ফটো বা গুগল ফটো। এ ক্ষেত্রে বিনা মূল্যে পাওয়া যাবে অ্যাপলের ৫ জিবি আই ক্লাউড স্পেস এবং গুগল ড্রাইভের ১৫ জিবি জায়গা। এর চেয়ে বেশি জায়গার প্রয়োজন হলে স্বল্প মূল্যে মাসিক বা বার্ষিক প্যাকেজ কিনে নিতে হবে।

হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল অ্যাপ থেকে অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে ছবি ডাউনলোড হতে থাকে। এই কারণে সেটিংসে গিয়ে ‘অটো ডাউনলোড’ অপশন বন্ধ করে দিন। এতে অযথা জায়গা নষ্ট হবে না।

ক্যামেরা, ডাউনলোড এবং হোয়াটসঅ্যাপ ইমেজে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছবিগুলো বিভিন্ন অ্যালবাম তৈরি করে রাখুন। এতে অপ্রয়োজনীয় ছবি ডিলিট করতে সুবিধা হবে। ছবি খুঁজে পাওয়াও সহজ হবে।

গ্যালারির পছন্দের ছবিগুলোতে ফেবারিট অপশন ব্যবহার করুন। এর পাশাপাশি মাসে এক দিন সময় করে অপ্রয়োজনীয় ছবি মোবাইল ফোন থেকে মুছে ফেলুন। ফলে এটি হ্যাং হওয়ার আশঙ্কা কমবে।

স্মার্টফোনের ক্যামেরায় রেজল্যুশন বাছাই করার সুবিধা আছে। প্রয়োজন ছাড়া চেষ্টা করুন কম রেজল্যুশনের ছবি তুলতে। এতে যেমন অনেক ছবি তুলতে পারবেন, তেমনি মোবাইল ফোনের জায়গাও বাঁচবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি