হোম > প্রযুক্তি

পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকিস’ চালু করল গুগল

প্রযুক্তি ডেস্ক

অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্টসহ বিভিন্ন অ্যাপ সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এসব পাসওয়ার্ড শক্তিশালী না হলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়া, পাসওয়ার্ড ভুলে গেলে নানা ঝামেলা পেরিয়ে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে হয়। এসব ঝামেলা এড়াতে দীর্ঘদিন ধরেই অ্যাকাউন্টে লগইনের জন্য পাসওয়ার্ডের বিকল্প আনার পরিকল্পনা করছিল প্রযুক্তি কোম্পানিগুলো। শেষ পর্যন্ত পাসওয়ার্ডের বিকল্প হিসেবে ‘পাসকিস’ চালু করেছে গুগল। গতকাল বুধবার (৪ মে) এই সুবিধা চালু করে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত বছর পাসওয়ার্ডের আরও সহজ ও নিরাপদ বিকল্প হিসেবে ‘পাসকিস’ তৈরির কাজ শুরুর কথা জানায় গুগল। আসন্ন ওয়ার্ল্ড পাসওয়ার্ড ডে’কে সামনে রেখে গুগল অ্যাকাউন্টের সব শীর্ষ প্ল্যাটফর্মে ‘পাসকিস’ চালু করেছে গুগল। অ্যাকাউন্টে সাইন ইন করতে পাসওয়ার্ড, টু-স্টেপ ভেরিফিকেশনের পাশাপাশি অতিরিক্ত বিকল্প হিসেবে ‘পাসকিস’ ব্যবহৃত হবে। ফলে অ্যাকাউন্ট সাইন ইন করার জন্য কোনো পাসওয়ার্ডই প্রয়োজন হবে না।

পাসকিস মূলত বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইটে সাইন ইন করার নতুন উপায়। ব্যবহারকারীদের পাসওয়ার্ড ব্যবহারের বদলে ফিঙ্গারপ্রিন্ট, ফেইস স্ক্যান অথবা স্ক্রিন লক পিনের মাধ্যমে ডিভাইস খোলার মতো করেই পাসকিসের মাধ্যমে অ্যাকাউন্টগুলোতে লগইন করা যাবে। পাসকিস ব্যবহার নিরাপদ হওয়ায় ফিশিংয়ের মতো সাইবার আক্রমণের ফলে অ্যাকাউন্ট হ্যাক হবে না।

এদিকে, গুগল ডকসের মন্তব্যে ইমোজির মাধ্যমে রিয়্যাক্টের সুবিধা এনেছে গুগল। মন্তব্যে রিয়্যাক্টের সুবিধার সঙ্গে ইন্টারনেট ব্যবহারকারীরা মূলত ফেসবুক,ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো থেকে পরিচিত।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভে প্রতিবেদন অনুযায়ী, এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, ডকসের মন্তব্যে নতুন এই সুবিধার ফলে দ্রুত ও সৃজনশীল উপায়ে ব্যবহারকারীরা মত প্রকাশের সুযোগ পাবে। গুগল বর্তমানে এই সুবিধা র‌্যাপিড রিলিজ ডোমেইনে উন্মুক্ত করেছে। গত ৩ মে থেকে এই সুবিধা চালু করা হয়েছে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি