হোম > প্রযুক্তি

পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকিস’ চালু করল গুগল

প্রযুক্তি ডেস্ক

অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্টসহ বিভিন্ন অ্যাপ সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এসব পাসওয়ার্ড শক্তিশালী না হলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়া, পাসওয়ার্ড ভুলে গেলে নানা ঝামেলা পেরিয়ে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে হয়। এসব ঝামেলা এড়াতে দীর্ঘদিন ধরেই অ্যাকাউন্টে লগইনের জন্য পাসওয়ার্ডের বিকল্প আনার পরিকল্পনা করছিল প্রযুক্তি কোম্পানিগুলো। শেষ পর্যন্ত পাসওয়ার্ডের বিকল্প হিসেবে ‘পাসকিস’ চালু করেছে গুগল। গতকাল বুধবার (৪ মে) এই সুবিধা চালু করে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত বছর পাসওয়ার্ডের আরও সহজ ও নিরাপদ বিকল্প হিসেবে ‘পাসকিস’ তৈরির কাজ শুরুর কথা জানায় গুগল। আসন্ন ওয়ার্ল্ড পাসওয়ার্ড ডে’কে সামনে রেখে গুগল অ্যাকাউন্টের সব শীর্ষ প্ল্যাটফর্মে ‘পাসকিস’ চালু করেছে গুগল। অ্যাকাউন্টে সাইন ইন করতে পাসওয়ার্ড, টু-স্টেপ ভেরিফিকেশনের পাশাপাশি অতিরিক্ত বিকল্প হিসেবে ‘পাসকিস’ ব্যবহৃত হবে। ফলে অ্যাকাউন্ট সাইন ইন করার জন্য কোনো পাসওয়ার্ডই প্রয়োজন হবে না।

পাসকিস মূলত বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইটে সাইন ইন করার নতুন উপায়। ব্যবহারকারীদের পাসওয়ার্ড ব্যবহারের বদলে ফিঙ্গারপ্রিন্ট, ফেইস স্ক্যান অথবা স্ক্রিন লক পিনের মাধ্যমে ডিভাইস খোলার মতো করেই পাসকিসের মাধ্যমে অ্যাকাউন্টগুলোতে লগইন করা যাবে। পাসকিস ব্যবহার নিরাপদ হওয়ায় ফিশিংয়ের মতো সাইবার আক্রমণের ফলে অ্যাকাউন্ট হ্যাক হবে না।

এদিকে, গুগল ডকসের মন্তব্যে ইমোজির মাধ্যমে রিয়্যাক্টের সুবিধা এনেছে গুগল। মন্তব্যে রিয়্যাক্টের সুবিধার সঙ্গে ইন্টারনেট ব্যবহারকারীরা মূলত ফেসবুক,ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো থেকে পরিচিত।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভে প্রতিবেদন অনুযায়ী, এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, ডকসের মন্তব্যে নতুন এই সুবিধার ফলে দ্রুত ও সৃজনশীল উপায়ে ব্যবহারকারীরা মত প্রকাশের সুযোগ পাবে। গুগল বর্তমানে এই সুবিধা র‌্যাপিড রিলিজ ডোমেইনে উন্মুক্ত করেছে। গত ৩ মে থেকে এই সুবিধা চালু করা হয়েছে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব