হোম > প্রযুক্তি

গুগল ফটোজের পার্টনার শেয়ারিং ফিচার ব্যবহার করবেন যেভাবে 

ছবি ও ভিডিও ক্লাউডে সংরক্ষণ করার জন্য গুগল ফটোজ ব্যবহার করেন অনেকেই। এই প্ল্যাটফর্ম থেকে অনেক উপায়ে প্রিয়জনদের সঙ্গে এসব কনটেন্ট শেয়ার করা যায়। এর মধ্যে একটি হলো—পার্টনার শেয়ারিং ফিচার। ফিচারটি মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে শেয়ার করার সুযোগ দেয়। 

গুগল ফটোজে একটি অ্যালবাম তৈরি করার পর অন্য ব্যক্তিদের সেই অ্যালবাম দেখার জন্য আমন্ত্রণ জানানো যায়। আমন্ত্রিত ব্যক্তিরা অ্যালবামে নতুন ছবি এবং ভিডিও যুক্ত করতে পারবেন যা সম্মিলিতভাবে অ্যালবামটিকে আরও সমৃদ্ধ করে তুলবে। অ্যালবামের ক্রিয়েটর হিসেবে কে কে ছবিতে এডিট বা ডিলিট করার অনুমতি পাবে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবে। অ্যালবাম ছাড়াও চাইলে সব ছবিও শেয়ার করা যাবে। 

ফিচারটি স্মৃতিগুলো ভাগাভাগি করার একটি চমৎকার উপায়, যা আপনার প্রিয়জনদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে সাহায্য করে। 

গুগল ফটোজের পার্টনার শেয়ারিং ফিচার সেটআপ করবেন যেভাবে 
১. গুগল ফটোজ অ্যাপ চাল করুন বা কোনো ব্রাউজার থেকে গুগল ফটোজ ওয়েবসাইটে প্রবেশ করুন। 
২. নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন। 
৩. নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এর মাধ্যমে একটি মেনু চালু হবে। 
৪. এরপর ফটোজ সেটিংস অপশনে যান। এরপরের পেজে ‘শেয়ারিং’ অপশনে ট্যাপ করুন। 
৫. এখন ‘পার্টনার শেয়ারিং’ অপশন নির্বাচন করুন। 
৬. এবার ‘গেট স্টার্টেড’ অপশনে ট্যাপ করুন। 
পরের পেজে কোন দিন থেকে ছবি শেয়ার করতে চান তা নির্বাচন করুন। আর সব ছবি নাকি তাদের সঙ্গে কার কার ছবি শেয়ার করতে চান তা নির্বাচন করুন। এজন তাদের মুখের ছবির ওপর ট্যাপ করুন। 
৭. ‘সিলেক্ট পার্টনার’ অপশনে ট্যাপ করুন
 ৮. যার সঙ্গে ছবি শেয়ার করতে চান তার ইমেইল অ্যাড্রেস দিন। 
৯. এরপর ‘কনফার্ম’ বাটনে ট্যাপ করুন। এভাবে পার্টনার নির্বাচিত হবে। সব ছবি শেয়ার না করলে এরপরের পেজে ‘‍+’ আইকোন থেকে অ্যালবাম তৈরি করুন। সেই অ্যালবামের ছবিগুলো পার্টনার দেখতে পারবে। 

তারা আপনার ইনভাইটেশন গ্রহণ করলেই ছবিগুলো দেখতে পারবে। অন্য কাউকে ছবি শেয়ার করতে চাইলে আগের ব্যক্তিকে পার্টনার শেয়ারিং অপশন থেকে বাদ দিতে হবে। 

এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
 ১. গুগল ফটোজ খুলুন ও অ্যাকাউন্ট প্রোফাইল নির্বাচন করুন। 
২. এরপর ফটোজ সেটিংসে ট্যাপ করুন। 
৩. এরপর পার্টনার শেয়ারিং অপশন নির্বাচন করুন। 
৪. এখন তিন ডট যুক্ত আইকনে ট্যাপ করুন এবং ‘স্টপ শেয়ারিং ইউওর ফটোজ’ অপশন ট্যাপ করুন। 
৫. আবার স্টপ শেয়ারিং অপশন নির্বাচন করুন।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি