হোম > প্রযুক্তি

ক্যাননের স্বয়ংক্রিয় ইনডোর ক্যামেরা

আবির আহসান রুদ্র

ক্যানন নিয়ে আসছে ফোর-কে রিমোট পিটিজেড ক্যামেরা, সিআর-এন৭০০। এই ক্যামেরায় থাকছে উন্নতমানের অটোফোকাস ও সার্বক্ষণিক সংযোগ অব্যাহত রাখার ব্যবস্থা। ‘অটো ট্র্যাকিং’ ও ‘অটো ল্যুপ’-এর মতো ফিচারের পাশাপাশি আছে সর্বোচ্চ মানের ভিডিও কোয়ালিটির নিশ্চয়তা।

সিআর-এন৭০০ মডেলের ক্যামেরায় ফোর-কে, ৬০পি, ৪:২:২ ও ১০-বিট ফরম্যাটে ভিডিও ধারণ করা যায়। ডিভাইসটি এইচএলজি 
(হাইব্রিড লগ-গামা) বা পিকিউ (পারসেপচুয়াল কোয়ান্টাইজেশন) ফরম্যাটে এইচডিআর অডিও রেকর্ড করতে সক্ষম। সিআর-এন৭০০ মডেলে একটি ১৫এক্স জুম লেন্স, ১ ইঞ্চি সিএমওএস সেন্সর এবং ডিআইজিআইসি ডিভি৭ ইমেজ প্রসেসিং ইঞ্জিন রাখা হয়েছে।

পেশাদার ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে ক্যাননের এই ইনডোর ক্যামেরা ভালো মানের ভিডিওর পাশাপাশি বড় ধরনের লাইভ ইভেন্ট সম্প্রচারে সক্ষম। এ ছাড়া ডুয়েল পিক্সেল সিএমওএস অটোফোকাস, আই-ডিটেক্ট এবং হেড-ডিটেক্ট ফিচারের মাধ্যমে সহজেই মানুষ কিংবা গতিশীল কোনো বস্তু চিহ্নিত করতে পারে সিআর-এন৭০০। এই ক্যামেরার সিস্টেম সেটআপ করতে প্রয়োজন নেই অতিরিক্ত কম্পিউটার বা সার্ভারের।

ট্র্যাকিং
যেকোনো ধরনের বাণিজ্যিক উপস্থাপনা, লেকচার ও ইভেন্টের সময় অটো ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে ক্যামেরাটি স্বয়ংক্রিয়ভাবে লেকচারার বা নির্দিষ্ট ব্যক্তিকে ট্র্যাক করতে পারে। সিআর-এন৭০০ মডেলের ক্যামেরা ইন-ক্যামেরা ভিজ্যুয়াল বিশ্লেষণের মাধ্যমে ধীর থেকে দ্রুত গতিতে চলা ব্যক্তি বা বস্তুকে অনুসরণ করে ভিডিও করার সক্ষমতা রাখে। প্রয়োজন অনুসারে ব্যক্তি বা বস্তুটির পুরো অংশ বা ওপরের বা নিচের সব অংশের ছবি তুলতে পারে ক্যামেরাটি। ধীর গতিতেও ছবি তুলতে সাহায্য করে উচ্চ পারফরম্যান্সের প্যান বা টিল্ট মেকানিজমের সাহায্যে। ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আরও কিছু ফিচার যুক্ত করা আছে ক্যামেরাটিতে।

অটো ল্যুপ অ্যাপ্লিকেশন
অটো ল্যুপের মাধ্যমে প্যান বা টিল্ট বা জুম (পিটিজেড) স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। সাধারণত খেলাধুলা, সাক্ষাৎকার, বিজ্ঞাপন এবং সিনেমা তৈরিতে আগে থেকে ঠিক করে রাখা হয়—কখন জুম করা হবে কিংবা কখন কোন দিকে যেতে হবে। এ ক্ষেত্রে কোনো অপারেটর ব্যবহার না করে নির্ধারিত সেটিংস অনুযায়ী ক্যাননের ক্যামেরাটি ছবি ও ভিডিও তুলতে থাকে। এই প্রক্রিয়া স্বয়ংক্রিয় হওয়ায় বারবার অপারেটরের মাধ্যমে ক্যামেরা এদিক-সেদিক ঘোরাতে হয় না।

সূত্র: গেজেটস নাও

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব