হোম > প্রযুক্তি

 ক্রমাগত সাইবার হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র: চীন

প্রযুক্তি ডেস্ক

গত ফেব্রুয়ারি থেকে ক্রমাগত সাইবার হামলার সম্মুখীন হয়েছে এশিয়ার দেশ চীন। দেশটির দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট-সেবা ও ভূখণ্ড ব্যবহার করেই এই হামলাগুলো করা হয়েছে। চীন আরও বলেছে, চীনা কম্পিউটারগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনে সাইবার হামলা চালানোর লক্ষ্য ছিল হ্যাকারদের। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিক থেকে চীনের ইন্টারনেট দুনিয়া ক্রমাগত বিদেশি সাইবার আক্রমণের সম্মুখীন হয়েছে বলে দাবি করছে চীনের ন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক ইমার্জেন্সি রেসপন্স টেকনিক্যাল টিম (সিএনসিইআরটি/সিসি)। সংস্থাটি জানিয়েছে, এই বিদেশি গোষ্ঠীগুলো রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের ওপর সাইবার হামলা চালানোর জন্য চীনের কম্পিউটারের ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছে। 

সিএনসিইআরটি আরও জানিয়েছে, এই সাইবার হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট-সেবা বেশি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া কিছু ক্ষেত্রে জার্মানি ও নেদারল্যান্ডসের ইন্টারনেট ব্যবহার করা হয়েছে। 

চীনের ন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক ইমার্জেন্সি রেসপন্স টেকনিক্যাল টিম (সিএনসিইআরটি/সিসি) একটি সাইবার নিরাপত্তা প্রযুক্তি কেন্দ্র, যা দেশটির সাইবার নিরাপত্তা হুমকি প্রতিরোধ ও শনাক্ত করার প্রচেষ্টা করে থাকে। 

সম্প্রতি সাইবার হামলা মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সঙ্গে চীনের মধ্যকার উত্তেজনার একটি প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। চীনের অভিযোগের বিপরীতে পশ্চিমারাও চীনকে একটি বৈশ্বিক সাইবার গুপ্তচরবৃত্তি অভিযান চালানোর জন্য অভিযুক্ত করে আসছে। তবে চীন বারবার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি