হোম > প্রযুক্তি

জাকারবার্গ-ইলন মাস্কের ‘মল্লযুদ্ধ’ লাইভ দেখাবে এক্স 

মেটার সিইও মার্ক জাকারবার্গের সঙ্গে ‘কেজ ফাইট’ বা মল্লযুদ্ধে নামার ঘোষণা দিয়ে আগেই আলোচনার ঝড় তুলেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এবার তিনি ঘোষণা দিয়েছেন, ওই লড়াই তাঁর এক্স প্ল্যাটফর্মে (টুইটার) সরাসরি সম্প্রচার করা হবে। 

ইলন মাস্ক নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হবে এই লড়াই। সেলিব্রিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন দাতব্যের প্রতিষ্ঠানের জন্য টাকা সংগ্রহ করতে নিজেদের মধ্যে বক্সিং (মুষ্টিযুদ্ধ) করে থাকে।

গত জুন থেকে ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ পরস্পরকে মার্শাল আর্টের লড়াইয়ে প্ররোচিত করছিলেন। আজ রোববার সকালে মাস্ক জানান, এক্স প্ল্যাটফর্মে তাঁদের দুজনের লড়াই সরাসরি দেখা যাবে। এ থেকে পাওয়া সমস্ত আয় দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে। 

লড়াইয়ের বিষয়ে মাস্ক এর বেশি কিছু জানাননি। মাস্কের পোস্ট নিয়ে মেটা বা জাকারবার্গও কোনো মন্তব্য করেননি।

এর আগে মাস্ক এক্স প্ল্যাটফর্মে পোস্টে বলেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সারা দিন তিনি ভারোত্তোলন করছেন। সময় না পাওয়ার জন্য তিনি ব্যায়ামের সরঞ্জাম অফিসেও নিয়ে এসেছেন।

এক্স প্ল্যাটফর্মের একজন ব্যবহারকারী লড়াইয়ের কারণ জানতে চাইলে মাস্ক বলেন, ‘এটি যুদ্ধের চেয়েও সভ্য। আর মানুষ যুদ্ধ পছন্দ করে।' 

লড়াই নিয়ে বিভ্রান্তি শুরু হয় গত ২০ জুলাই মাস্ক দাবি করেন, জুজুৎসু (জাপানের মার্শাল আর্ট) প্রশিক্ষণ নিয়ে মার্ক জাকারবার্গ মল্লযুদ্ধের জন্য তৈরি। 

এক দিন পরেই জাকারবার্গ তাঁর কোম্পানির ইনস্ট্রাগ্রাম প্ল্যাটফর্মে ইভেন্টে ম্যাচ জয়ের বিভিন্ন ছবি দেন। সেই সঙ্গে মাস্ককে লড়াইয়ের ঠিকানা পাঠাতে বলেন। মাস্ক ‘ভেগাস অক্টাগনে’ লড়বেন বলে জানান। এখানে মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি