হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ডিলিট করা বার্তা দেখবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক

পৃথিবীর প্রায় সর্বত্রই জনপ্রিয় একটি যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য বেশ কিছু ফিচার এনেছে। এই ফিচারগুলোর মধ্যে একটি হলো ‘ডিলিট ফর এভরিওয়ান’। এই ফিচারের মাধ্যমে ভুল করে পাঠানো মেসেজটি মুছে দেওয়া যাবে। মেসেজ প্রেরক ও প্রাপক দুজনই ডিলিট করতে পারবেন। তবে মেসেজ ডিলিট করে ফেলার পর প্রাপক দেখতে পান সেখান থেকে কিছু একটা লেখা প্রেরক মুছে ফেলেছেন।

তখন অনেকেরই কৌতূহল জাগে, কী লেখা ছিল মেসেজটিতে? ফলে এটি জানার জন্য গুগল প্লে স্টোরে থাকা থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে পড়ে নেন কী লেখা ছিল সেই মুছে ফেলা মেসেজে। থার্ড পার্টি অ্যাপ থেকে মুছে ফেলা মেসেজটি কী ছিল জানা সম্ভব হলেও এই অ্যাপগুলোর কারণে পড়তে হতে পারে নানা রকম বিপদে। এই সব বিপদ থেকে রক্ষা পেতে এসেছে নতুন ফিচার। যে পদ্ধতি ব্যবহার করলে মুছে ফেলা বার্তা পড়ার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না। তবে জেনে রাখা ভালো, এ ফিচারটি শুধু অ্যান্ড্রয়েড ১১ এবং তার ওপরের সংস্করণে পাওয়া যাবে। 

যা করতে হবে
ফোনের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অন করে মোর সেটিংস প্রেস করে নোটিফিকেশন হিস্টরি খুলে স্ক্রিনের দৃশ্যমান ট্রায়াঙ্গল চালু করতে হবে। এ অপশনটি চালু করার পরে এই একই প্রক্রিয়া আবার করতে হবে, তখন ফোনে থাকা পুরো এক দিনের সব বিজ্ঞপ্তি দেখা যাবে। এসব মেসেজের ভেতরেই মুছে ফেলা বার্তাটিও থাকবে। তবে হ্যাঁ, এখানে অডিও-ভিডিও বা কোনো ছবি দেখতে পাওয়া যাবে না। শুধু লিখিত বার্তা দেখা যাবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি