হোম > প্রযুক্তি

গুগল ফটোজে পছন্দমত হাইলাইট ভিডিও তৈরি করে দেবে এআই 

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পছন্দমত হাইলাইট ভিডিও তৈরির সুযোগ আনল গুগল ফটোজ। সার্চ করলে সবচেয়ে ভালো ছবি ও ক্লিপ বেছে এই ভিডিও তৈরি করে দেবে এআই। ওয়েবসাইট গ্যাজেট নাও এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এক্স প্ল্যাটফর্মের গুগল ফটোজের অ্যাকাউন্টে বলা হয়, লাইভ ছবি, সিনেমেটিক ছবির কোলাজ ও ভিডিও তৈরির সুবিধা প্ল্যার্টফর্মটিতে আগে থেকেই রয়েছে। এখন গ্রাহক যে বিষয়টি ফিচার করতে চায়, তা সার্চ দিলেই এআই সবচেয়ে ভালো ছবি ও ক্লিপ দিয়ে ভিডিও তৈরি করে দেবে। ভিডিওগুলোতে মিউজিকও যুক্ত করা হবে। সকল গুগল ফটোজ ব্যবহারকারী জন্য এই ফিচারটি ছাড়া হবে।

ফিচারটি যেভাবে কাজ করবে–

১. গুগল ফটোজ অ্যাপটি খোলেন এবং গ্যালারির ওপরের প্লাস আইকোনটিতে ট্যাপ করুন।

২. অপশনগুলো থেকে’ হাইলাইট ভিডিও’ নির্বাচন করুন।

৩. যে বিষয়ে ভিডিও বানাতে চান তা সার্চ করুন। যে কোন ব্যক্তি, জায়গা, সাল বা কার্যক্রমকে সার্চ করলে সে বিষয়ের ছবির জন্য গুগল স্ক্যান করবে।

৪. স্ক্যান করা শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে ছবি গুলোর একটি টাইমলাইন তৈরি হবে।

৫. এরপর ছবিগুলোর সঙ্গে মিউজিক যুক্ত করে কাস্টম ভিডিও তৈরি হবে।

কেউ যদি কোনো ছবি বা মিউজিক পছন্দ না করে তাহলে তা পরিবর্তন করার সুবিধাও রয়েছে।

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি