হোম > প্রযুক্তি

থাইল্যান্ডে ম্যাকবুক উৎপাদন করবে অ্যাপল 

প্রযুক্তি ডেস্ক

চীনের বাইরে উৎপাদন বিস্তৃত করার পরিকল্পনার অংশ হিসেবে থাইল্যান্ডে ম্যাকবুক তৈরি করবে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এ নিয়ে থাইল্যান্ডের বিভিন্ন সরবরাহকের সঙ্গে আলোচনা করছে প্রতিষ্ঠানটি। আলোচনায় প্রাধান্য পাচ্ছেন মূলত সেই সব সরবরাহক, যাঁরা দেশটিতে অন্যান্য ক্লায়েন্টের জন্যও পণ্য উৎপাদন করছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এক বছরেরও বেশি সময় ধরে দেশটিতে ‘অ্যাপল ওয়াচ’ তৈরি করা হচ্ছ। গত বছর ফক্সকন পরিচালিত আইফোনের সবচেয়ে বড় কারখানার কার্যক্রমে ব্যাঘাত ঘটায় চীন থেকে ধীরে ধীরে নিজেদের উৎপাদন কার্যক্রম সরিয়ে নিচ্ছে অ্যাপল ও এর মূল সরবরাহকেরা।

এদিকে ভারতের বেঙ্গালুরুতে ৩০০ একর জমির ওপর নতুন কারখানা নির্মাণ করছে আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সকন। এরই মধ্যে স্থান নির্বাচন করা হয়েছে। কারখানাটি প্রস্তুত হলে কর্ণাটকে অন্তত ১ লাখ নতুন চাকরি সৃষ্টি হবে।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, চীনের কারখানার শ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভের পর আইফোন সরবরাহে ঘাটতি দেখা দেয়। এরপর থেকেই ভারতে আইফোনের নতুন কারখানা তৈরির গুঞ্জন শোনা যাচ্ছিল। ভারতে আইপ্যাড ও ম্যাকবুক তৈরির কথাও অ্যাপল ভাবছে বলে শোনা যায়। গুঞ্জন কিছুটা সত্য প্রমাণ করে গত শুক্রবার (৩ মার্চ) ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউয়ের নেতৃত্বে কোম্পানির ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল বেঙ্গালুরুতে এসে নতুন কারখানার জমি পরিদর্শন করে।

প্রস্তাবিত এই কারখানা নির্মাণের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৭০ কোটি ডলার। বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় পণ্য আইফোনের এশীয় এজেন্ট ফক্সকন। আইফোনের অধিকাংশ ফোন প্রস্তুত করে তাইওয়ানভিত্তিক এই কোম্পানি। এটি ভারতে ফক্সকনের দ্বিতীয় বিনিয়োগ।

সম্প্রতি ভারতে প্রথমবারের মতো বিক্রয়কেন্দ্র চালু করছে অ্যাপল। গত ৫ এপ্রিল এই বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মুম্বাই শহরে নিজেদের স্টোর উন্মোচন করেছে। চলতি মাসেই এটি চালু করা হবে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী অ্যাপল জানিয়েছে, স্টোরটি ২২ হাজার স্কয়ার ফুট জায়গাজুড়ে থাকবে। গত জানুয়ারি থেকেই বিক্রয়কেন্দ্রের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া শুরু হয়েছে। ২০২১ সালে এটি খোলার পরিকল্পনা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি।

বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোর থেকে গ্রাহকরা লেটেস্ট আইফোন ১৪ মডেল, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপড, অ্যাপল ঘড়ি, অ্যাপল টিভি এবং হোমপডসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন। এ ছাড়া, অ্যাপলের বিভিন্ন সেবাও পাওয়া যাবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি