হোম > প্রযুক্তি

শিক্ষার্থীদের পক্ষে থাকায় বিনিয়োগ বাতিল হওয়া স্টার্টআপের সঙ্গে আবার কাজ শুরু হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে কোনো স্টার্টআপের সরকারি বিনিয়োগ বাতিল হয়ে থাকলে তা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সঙ্গে দেশে–বিদেশে তথ্যপ্রযুক্তিতে দক্ষ বাংলাদেশি তরুণদের সরকারে যুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা এমন ইঙ্গিত দেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আজ প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস করেন তিনি।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘আন্দোলনের সময় বিভিন্ন স্টার্টআপ, যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছিল। তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময় এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল। আমরা এই বিষয়টির নিন্দা জানিয়েছি। দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং আবার তাদের সঙ্গে কাজ করার যে প্রক্রিয়া ছিল, সেটি চালু করা হবে।’

ইন্টারনেট বন্ধের প্রতিবেদন কখন পাওয়া যাবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আজই ইন্টারনেট বন্ধের রিপোর্ট চলে আসার কথা। ইন্টারনেট বন্ধের সঙ্গে যারাই জড়িত হোক না কেন কেউ ছাড় পাবে না। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নাহিদ জানান, ইন্টারনেট বন্ধ নিয়ে এটা প্রাথমিক তদন্ত। প্রয়োজনে আরও তদন্ত করা হবে।

তরুণদের বিষয়ে নাহিদ বলেন, ‘তরুণদের এই মন্ত্রণালয়ে যুক্ত করতে হবে। সে ক্ষেত্রে দেশে ও দেশের বাইরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী তাঁদের নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি।’

বিদেশে পড়াশোনা করা তরুণদের দেশে ফিরিয়ে আনার হবে জানিয়ে নাহিদ বলেন, ‘শুধু আইটি সেক্টরই নয়, আমরা ভাবছি সরকারের জায়গা থেকে বিদেশে যেসব বাংলাদেশি তরুণ পড়াশোনা করেছেন, দক্ষতা অর্জন করেছেন, তাঁদের দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করতে।’

বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘প্রকল্পগুলো তৈরির পেছনে বড় উদ্দেশ্য থাকে দুর্নীতি। এই জায়গাগুলো অবশ্যই রোধ করতে হবে। যতটুকু আমাদের প্রয়োজন, আমাদের সক্ষমতা রয়েছে, তার ভেতরেই কাজ করতে হবে।’

সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান উপদেষ্টা নাহিদ। তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনের যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে, সেগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করতে হবে।’

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও