হোম > প্রযুক্তি

গুগল প্লে অ্যাওয়ার্ড

এ বছরের সেরা অ্যাপ ও গেমের তালিকা দেখে নিন

ফিচার ডেস্ক

প্রতিবছর গুগল প্লে স্টোর সেরা অ্যাপ ও সেরা গেমের তালিকা প্রকাশ করে। এই দুই বিভাগের পাশাপাশি আরও বিভিন্ন বিভাগে সেরা অ্যাপগুলোকেও গুগল প্লে অ্যাওয়ার্ড দেয় গুগল। এ বছরও গুগল তাদের প্লে স্টোরের সেরা অ্যাপ এবং গেমের তালিকা প্রকাশ করেছে।

সেরা অ্যাপ

এ বছর গুগল প্লে স্টোরে সামগ্রিকভাবে সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে পার্টি ফুল নামের অ্যাপটি। এটি মূলত ইভেন্ট পরিচালনা এবং পরিকল্পনাবিষয়ক অ্যাপ। স্মার্টফোন থেকে এই অ্যাপ দিয়ে যেকোনো ধরনের ইভেন্ট পরিকল্পনা ও পরিচালনা করা যায়। অ্যাপটি চমৎকার ইউজার ইন্টারফেসএবং সহজ টুলের জন্য গুগল প্লে পুরস্কার জিতে নিয়েছে।

সেরা গেম

প্লে স্টোরে এ বছর সেরা গেমের পুরস্কার পেয়েছে এএফকে জার্নি। কল্পনার জগতে পূর্ণ এই গেমে যুদ্ধভিত্তিক একটি গল্প আছে। সেই গল্পের সূত্র ধরে পছন্দের নায়ককে নিয়ে এগিয়ে যেতে হবে। অ্যানিমে ধাঁচের গ্রাফিকসে বৈচিত্র্যপূর্ণ গল্পের এই গেমের একাধিক হিরো এবং কৌশলগত যুদ্ধব্যবস্থা গেমটিকে গুগল প্লে পুরস্কার পেতে সহায়তা করেছে। বর্তমানে গুগল প্লে স্টোরে গেমটি ৫ মিলিয়নের বেশিবার ডাউনলোড করা হয়েছে।

সেরা মাল্টি ডিভাইস অ্যাপ

যেসব অ্যাপ মোবাইল ফোন, ডেস্কটপ, ট্যাব, টিভি ও গাড়িতে সমানভাবে চালানো যায়, তাদের মাল্টি ডিভাইস অ্যাপ বলা হয়। এ বছর সেরা মাল্টি ডিভাইস অ্যাপের পুরস্কার পেয়েছে ম্যাক্স। এটি মূলত আমাজন ও নেটফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং অ্যাপ। এতে টিভি শো, চলচ্চিত্র ইত্যাদি দেখা যায়। টিভিতে এই অ্যাপে যে প্লে লিস্ট দেখা হয়, একই প্লে লিস্ট গাড়িতে বসেও দেখা যাবে।

সেরা মাল্টি ডিভাইস গেম

প্লে স্টোরে সেরা মাল্টি ডিভাইস গেমের পুরস্কার পেয়েছে জনপ্রিয় গেম ক্ল্যাশ অব ক্ল্যানস। এক দশকের বেশি সময় ধরে জনপ্রিয় এই গেম এ প্রজন্মের মানুষ একবার হলেও খেলেছে। এখন গেম ক্রোমবুক, ফোল্ডেবল ফোন, ট্যাব এবং পিসিতেও খেলা যায়। ৬১ মিলিয়নের বেশি রিভিউ এবং ৫০০ মিলিয়নের বেশি ডাউনলোড করা গেমটি সংগত কারণেই সেরা মাল্টি ডিভাইসের পুরস্কার পেয়েছে।

এ ছাড়া স্মার্টওয়াচের জন্য সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে বেবি ডে বুক। বেস্ট ফর লার্জ স্ক্রিন অ্যাপ নির্বাচিত হয়েছে ইনফিনিটি পেইন্টার। গুগল টিভি এবং গাড়ির জন্য সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে যথাক্রমে পিকক টিভি এবং পিবিএস কিডস। গেমের মধ্যে এ বছর সেরা মাল্টিপ্লেয়ার গেম নির্বাচিত হয়েছে স্কুয়াড বুস্টারস। যেটি এরই মধ্যে ১০ মিলিয়ন ডাউনলোড হয়েছে প্লে স্টোর থেকে। গল্পের জন্য সেরা গেমের পুরস্কার পেয়েছে সলো লেভেলিং। তা ছাড়া কম্পিউটারে খেলার জন্য সেরা প্লে স্টোর গেম নির্বাচিত হয়েছে কুকি রান।

সূত্র: গুগল ব্লগ

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি