হোম > প্রযুক্তি

মাইক্রোসফটের মেস থ্রিডি

সৈকত দে

অফিসের বাবুরা মেটাভার্সের জন্য তৈরি কি না, সেটা বোঝার দিন চলে এসেছে। মাইক্রোসফটের মেটাভার্স মেস ভার্চুয়াল মিটিং স্পেসসহ অফিশিয়ালি হাজির হয়েছে কাজের জায়গায় ব্যবহারের জন্য। দলগত কাজের জন্য এখন আর ভিডিও কলের দরকার হবে না। কর্মীরা এখন থেকে ভার্চুয়াল রিয়েলিটি হ্যান্ডসেটে থ্রি ডাইমেনশনাল আবহে সহকর্মীদের সঙ্গে আলাপ সেরে নিতে পারবেন। মাইক্রোসফট শহরের বড় হল, সামাজিক মেলামেশার জায়গা কিংবা চুটিয়ে আড্ডা দেওয়ার জায়গাসহ বিচিত্র সব কাজের জায়গা খুঁটিয়ে দেখছে।

এ কাজে ভিআর হেডসেট লাগবে না, সাধারণ পিসিতেই মেস স্পেসে প্রবেশ করা যাবে। নিজের অ্যাভাটার বানিয়ে ব্যবহারকারীরা ঘরোয়া পিসিতেই এ ত্রিমাত্রিক অভিজ্ঞতা পাবেন। যাঁরা বিস্তারিত অভিজ্ঞতা চান, তাঁদের জন্য মেটা কোয়েস্ট হেডসেটও চলে এসেছে। এদিকে এ মাসের শুরুতে বাজারে আসা অ্যাপলের ভিশন প্রো নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে মাইক্রোসফট। 

কর্মীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে মেস স্পেসের মিটিং কার্যকর ভূমিকা পালন করতে পারে। এ স্পেসে মিটিং কর্মীদের ‘শারীরিকভাবে দূরে থাকার সময় সহাবস্থানের অনুভূতি দেয়’—একজন মুখপাত্র এভাবেই ব্যক্ত করেছেন মেস স্পেসের মিটিং অনুভূতিকে। নির্দিষ্ট স্থানসূচক শব্দ অনুভূতিতে যে রকম আলোড়ন তোলে, তেমন অভিজ্ঞতাও যুক্ত করতে পারে এ প্রযুক্তির নতুন সব ফিচার। মেস স্পেসে প্রবেশের দুটো পদ্ধতি আছে। মাইক্রোসফট টিমসের ভিউ মেনুর মাধ্যমে প্রবেশ তার মধ্যে একটি। অন্যটি হলো অ্যাপ। অ্যাপ স্টোর থেকে নামিয়ে সেটা ব্যবহার করা যাবে। মেটা কোয়েস্ট অ্যাপ স্টোরে পাওয়া যাবে। 

মেস স্পেসে যুক্ততাভিত্তিক ‘টুল কিট’ থ্রিডির ক্ষেত্র নির্মাণ করবে। 

ভিডিও মিটিংয়ের নানা সীমাবদ্ধতা দূর করতে মেস কাজের জায়গায় বহুমাত্রিকতা নিয়ে আসতে পারে—তেমনটিই জানিয়েছেন ফরেস্টারের ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল অ্যানালিস্ট জে পি গাউন্ডার। ব্যবসায়ীদের মধ্যে মেস আগ্রহ তৈরি করছে কি না, তা এখনো স্পষ্ট নয়। করোনা অতিমারির সময় এ প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষায় ভালো ফল পাওয়া গিয়েছিল। ‘মানুষ এখন আগের চেয়ে বেশি গতিশীল। ফলে আমাদের প্রযুক্তির ধারণক্ষমতা অতিমারির চেয়ে বাড়বে’ বলে মত দিয়েছেন গাউন্ডার। অবশ্য কর্মীরা অ্যাভাটার ব্যবহার করে পরস্পরের সঙ্গে আলাপ করতে আগ্রহী হবেন কি না, সে প্রশ্ন থেকেই যায়।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি