হোম > প্রযুক্তি

এআই দিয়ে তৈরি বিজ্ঞাপনে বাইডেনকে আক্রমণ রিপাবলিকানদের

প্রযুক্তি ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার অল্প সময়ের মধ্যেই ‘রিপাবলিকান ন্যাশনাল কমিটি (আরএনসি) ইউটিউবে বাইডেনকে আক্রমণ করে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। তবে এই বিজ্ঞাপনটির অন্যতম আকর্ষণ হচ্ছে— ভিডিও’তে ব্যবহৃত সব ছবি এআই দিয়ে তৈরি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ভিডিও’তে দেখা যায়, বাইডেন যদি আবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে, তাহলে বিশ্ব দেখতে কেমন হতে পারে তা অনুমান করেছে আরএনসি। এবারই প্রথম সম্পূর্ণ এআই ব্যবহার করে নিজেদের ভিডিও তৈরির কথা মার্কিন সংবাদ সাইট অ্যাক্সিওস’কে জানিয়েছে আরএনসি। 

ভিডিওর ওপরের বাম কোনায় এক সতর্কবার্তায় উল্লেখ রয়েছে যে, বিজ্ঞাপনটি পুরোপুরি এআইয়ের তৈরি ছবির মাধ্যমে বানানো হয়েছে। ভিডিওতে দেখা যায়, বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ধারাবাহিক সংকটের দিকে যাবে পুরো বিশ্ব। তাইওয়ানে চীনের আগ্রাসনসহ মার্কিন যুক্তরাষ্ট্রের (সম্ভবত) রাস্তায় সেনা মোতায়েন দেখা যায়।

তবে ছবিগুলো কোন টুল দিয়ে তৈরি করা হয়েছে, তা স্পষ্ট নয়। এ ছাড়া, এতে কোনো শর্ত লঙ্ঘন হয়েছে কিনা তাও পরিষ্কার নয়। মিডজার্নি এবং ডাল-ই-এর মতো বেশ কয়েকটি হাই-প্রোফাইল এআই ইমেজ জেনারেটর রাজনৈতিক ছবি তৈরি করতে দেয় না। উদাহরণস্বরূপ, মিডজার্নিতে শি জিনপিংয়ের ছবি তৈরি করা যায় না, এবং এতে ‘অ্যারেস্ট’ শব্দটির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। 

অনেক বিশেষজ্ঞ এরই মধ্যে সতর্ক করেছেন যে, এআই দিয়ে তৈরি ছবি নির্বাচনে ভুল তথ্য ছড়াতে ব্যবহার করা হতে পারে। তবে ভুল তথ্য যদি রাজনীতিবিদদের থেকেই আসে তাহলে কীভাবে একজন সাধারণ নাগরিক ভুল তথ্য এবং নিয়মিত প্রচারণার মধ্যে পার্থক্য বুঝবেন— এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। উদাহরণস্বরূপ, আরএনসি বাইডেনের হুইলচেয়ারে বসা একটি ছবি এআই দিয়ে তৈরি করল। সাধারণ মানুষ ছবিগুলোকে সত্যিকারের ছবি ভেবে ভুল করতে পারে, বিশেষ করে যদি প্রকাশিত বিজ্ঞাপনে থাকা 'এআই দিয়ে তৈরি' সতর্কবার্তার মতো ছোট সতর্কবার্তা রাখা হয় এতে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি