হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে কম্পিটারের দ্বিতীয় মনিটর হিসেবে ব্যবহার করবেন যেভাবে 

কম্পিউটার প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, গেমিং ও মিউজিক কম্পোজিশনের মতো নানা কাজে অনেকেই একসঙ্গে দুটি মনিটর ব্যবহার করে থাকেন। একাধিক মনিটর ব্যবহারের করে জটিল কাজ সহজ হয়। নতুন মনিটরের খরচ থেকে বাঁচাতে অব্যবহৃত অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর হিসেবে ব্যবহার করা যায়। 

খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর হিসেবে ব্যবহার করা যায়। তবে এই পদ্ধতি শুধু উইন্ডোজ ১১, উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ৮ দশমিক ১ অপারেটিং সিস্টেমের সঙ্গে কাজ করবে। 

যেভাবে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানাবেন 

স্পেসডেস্ক, টুমন, স্প্ল্যাশটপ, সেকেন্ডস্ক্রিন ও সুপার ডিসপ্লের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানানো যায়। তবে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ, এগুলো ব্যক্তিগত তথ্য চুরি করে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। তাই বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করাই শ্রেয়।

এই প্রতিবেদনে স্পেসডেস্কের উদাহরণ দেওয়া হয়েছে। এই ধরনের নিজের পছন্দের অ্যাপ দিয়েও অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানাতে পারবেন। সে ক্ষেত্রেও নিচের ধাপগুলো কিছুটা মিলে যাবে। 

১. কম্পিউটার ব্রাউজারে স্পেসডেস্ক সার্চ করুন। প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে প্রবেশ করুন। এখানে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের বিটের সংস্করণ অনুযায়ী কয়েকটি ডাউনলোড অপশন দেখা যাবে। কম্পিউটার অপারেটিং সিস্টেম ও বিট (৬৪ বিট বা ৩২ বিট) দেখে সফটওয়্যারটি ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। 
২. স্পেসডেস্কের ডাউনলোড শেষ হলে এর ইনস্টলার ফাইলটিতে ক্লিক করুন। অ্যাপটি ইনস্টলের জন্য স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন। 
৩. এরপর আপনার অ্যান্ড্রয়েড ট্যাবলেটের গুগল প্লে স্টোর থেকে স্পেসডেস্ক অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এ জন্য মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগবে। এই অ্যাপটি আইপ্যাড ও আইফোনেও কাজ করে। 
৪. অ্যান্ড্রয়েড ট্যাবলেটটিকে ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করুন। তবে কম্পিউটার যে ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত সেই নেটওয়ার্কের সঙ্গেই ট্যাবলেটকে যুক্ত করতে হবে। 
৫. ট্যাবলেট ও কম্পিউটারে উভয়ে স্পেসডেস্ক অ্যাপটি চালু করুন। 
৬. ট্যাবলেটে অ্যাপটি চালু করার পর একটি তালিকা দেখানো হবে। যেসব কম্পিউটার একই ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত সেগুলোর নাম সেই তালিকায় থাকবে। তালিকা থেকে নিজের কম্পিউটারটি নির্বাচন করুন। 
৭. নির্বাচন করার কিছু সময় পরই উইন্ডোজ ডেস্কটপের স্ক্রিনটি অ্যান্ড্রয়েড ট্যাবে দেখা যাবে। 

ট্যাবলেটে স্ক্রিনের কতটুকু দেখতে চান তা কম্পিউটারের উইন্ডোজ সেটিংস থেকে পরিবর্তন করতে পারবেন। 

তথ্যসূত্র: লাইফওয়্যার

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি