গুগল ডকসে টেক্সট টু স্পিচের ফিচার রয়েছে অর্থাৎ কণ্ঠস্বর থেকে গুগল ডকসে স্বয়ংক্রিয়ভাবে টেক্সট টাইপ হবে। এই ফিচারের মাধ্যমে গুগল ডকস ব্যবহারকারীরা দ্রুত তাদের কাজ করতে পারে। হাতের স্পর্শ ছাড়াই শুধুমাত্র কণ্ঠের মাধ্যমে এই টাইপ সম্ভব। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবলের প্রতিবেদন অনুসারে এসব তথ্য জানা যায়।
এই ফিচার দুইভাবে চালু করা যায়। প্রথম প্রক্রিয়াটি খুবই সহজ। কিবোর্ডের কমান্ড +শিফট +এস শর্টকাট (বা উইন্ডোজে কন্ট্রোল +শিফট +এস) চাপ দিয়ে এই ফিচার চালু করা যাবে।
কোনো কারণে যদি এই কমান্ড কাজ না করে তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
গুগলক্রোম ব্রাউজারে গুগল ডকস চালু করতে হবে। কারণ সাফারি ব্রাউজারে এই সুবিধা নেই।
ধাপ ৩: ‘ভয়েস টাইপ’ অপশনে চাপ দিন।
টেক্সট টু স্পিচের ফিচারটি ব্যবহারের সুবিধা গত তিন বছর থেকে গুগল ড্রাইভে পাওয়া যাচ্ছে।