হোম > প্রযুক্তি

জনপ্রিয় শিল্পীদের সার্চ রেজাল্টে পর্নো ভিডিও সুপারিশ করছে স্পটিফাই

স্পটিফাই–এর কনটেন্ট মডারেশন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ছবি: স্কাই নিউজ

সম্প্রতি এক বিতর্কের সম্মুখীন হয়েছে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। ব্যবহারকারীরা লক্ষ্য করেন যে, কিছু জনপ্রিয় শিল্পীর নাম দিয়ে সার্চ করলে ফলাফলে পর্নো ভিডিওর লিংক দেখানো হচ্ছে।

বিষয়টি সম্পর্কিত একটি স্ক্রিনশট পোস্ট করেছেন এক রেডিট ব্যবহারকারী। স্ক্রিনশটে দেখা যায়, সার্চ ফলাফলে র‍্যাপার এম. আই. এ-এর নামের সঙ্গে কয়েকটি পর্নোগ্রাফি ভিডিও সুপারিশ হিসেবে এসেছে। তবে প্ল্যাটফর্মটির সকল ব্যবহারকারী এই ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। তবে প্ল্যাটফর্মটির ‘ভিডিও’ ট্যাবের মধ্যে স্ক্রল করলে আরও কয়েকটি পর্নো ভিডিও দেখা যায়।

যে অ্যাকাউন্টগুলো এসব ভিডিও পোস্ট করেছে, তারা অনেক দিন ধরেই এরোটিক বা যৌন উত্তেজক অডিও প্রকাশ করে আসছে। তবে সম্প্রতি যৌন বিষয়ক গ্রাফিক ভিডিও প্রকাশ করতে শুরু করেছে এসব অ্যাকাউন্ট। এগুলোর মধ্যে অ্যাকাউন্টগুলোর নাম ছিল এক দীর্ঘ সংখ্যার এবং অক্ষরের সংমিশ্রণ, যা পডকাস্ট হিসেবেও পর্নো ভিডিও পোস্ট করছে।

স্পটিফাইয়ের প্রতিনিধি লরা বেটি ইমেইল করে জানান, ‘যে কনটেন্টগুলো আমরা দেখিয়েছি তা আমাদের নীতিমালা ভঙ্গের কারণে মুছে ফেলা হয়েছে।’

প্ল্যাটফর্মটির নীতিমালায় যৌন উত্তেজক বা পর্নোগ্রাফি কনটেন্ট প্রকাশ নিষিদ্ধ। তবে স্পটিফাই এখনো এ বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি যে, কেন এমন ভিডিওগুলো প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারল।

এ ছাড়া, স্পটিফাই–এর কনটেন্ট মডারেশন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এসব ভিডিওগুলোর অনেকগুলোই ‘পডকাস্ট’ হিসেবে আপলোড করা হয়েছে। আর স্পটিফাই অ্যাপে পডকাস্ট রিপোর্ট করার কোনো সুবিধা নেই। ব্যবহারকারীদের ইউএরএল কপি করে ওয়েবসাইটে গিয়ে রিপোর্ট করতে হয়, যা বেশ অসুবিধাজনক।

স্পটিফাইয়ে ব্যবহারকারীদের জন্য সমস্যা রিপোর্ট করার প্রক্রিয়া বেশ জটিল, যা প্ল্যাটফর্মটির মডারেশন সিস্টেমে সমস্যা তৈরি করছে। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তুলনায়, স্পটিফাইতে কোনো কনটেন্ট রিপোর্ট করতে হলে ব্যবহারকারীদের প্রথমে কনটেন্টটির ইউএরএল কপি করে একটি বাইরের ওয়েবপেজে গিয়ে রিপোর্ট করতে হয়। এতে পুরো প্রক্রিয়াটি কঠিন এবং সময়সাপেক্ষ হয়ে পড়ে, যা অনেক ব্যবহারকারীকে রিপোর্ট করার থেকে বিরত রাখতে পারে। এই কারণে অনেক সময় অপ্রত্যাশিত বা অশ্লীল কনটেন্টগুলো প্ল্যাটফর্মে দেখা যায়।

স্পটিফাইতে পর্নো কনটেন্ট নতুন কিছু নয়। অতীতে রেডিটে–এ আরও কিছু ব্যবহারকারী নিজেদের ডিসকভারি প্লেলিস্টে এমন কনটেন্ট পেয়েছেন। ২০২২ সালে স্পটিফাইতে যৌন সংক্রান্ত অডিও এবং ব্যবহারকারীদের তৈরি প্লেলিস্ট কভার আর্টে নগ্ন ছবির মতো কনটেন্ট দেখা যায়।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব